তৃতীয় বিয়ের ঘোষণার দিনে নতুন মাইলফলকে শোয়েব মালিক

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি–টোয়েন্টিতে ১৩ হাজার রান পূর্ণ করেছেন শোয়েব মালিকপ্রথম আলো

শোয়েব মালিক নিজে একটি সুখবর দিয়েছেন আজ সকালের একটু পর। রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাবেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আয়েশা সিদ্দিকী ও সানিয়া মির্জার পর এটা পাকিস্তানি ক্রিকেটারের তৃতীয় বিয়ে।

নিজের তৃতীয় বিয়ের খবরটি দিয়ে খেলতে নেমেছিলেন। খেলা শেষে নিজেই পেলেন একটি সুখবর। এমনিতে রংপুরের বিপক্ষে শোয়েবের দল বরিশাল পেয়েছে ৫ উইকেটে জয়। দলের জয়ে ১৮ বলে ২ চারে অপরাজিত ১৭ রান করেছেন শোয়েব। এই রান করার পথে নতুন একটি মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি ক্রিকেটার। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান করেছেন তিনি।

আরও পড়ুন
সানা জাভেদের সঙ্গে শোয়েব
ইনস্টাগ্রাম

৪১ বছর বয়সী শোয়েব নিজেই মাঠের এ সুখবরটির আনন্দ ভক্তদের জানিয়েছেন ম্যাচ শেষে। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর চেয়ে বেশি রান এখন একমাত্র ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪৫৬২ রান করেছেন। মালিকের রান ১৩০১০।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। তাঁর রান ১২৪৫৪। ১১৯৯৪ রান নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে ভারতের বিরাট কোহলি। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ১১৮০৭ রান করেছেন।

লম্বা ক্যারিয়ারের অন্যতম পাকিস্তানি ব্যাটসম্যান মালিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯৯ সালের অক্টোবরে। অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এখনো অবসরের ঘোষণা দেননি তিনি। বরং শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অনেকের চেয়েই ভালো করছেন ২৪ বছর ধরে খেলে যাওয়া মালিক।

আরও পড়ুন