টি–টোয়েন্টিতে এ বছর সর্বোচ্চ হারে পাকিস্তানের সঙ্গী রুয়ান্ডা

পাকিস্তান এ বছর জয়ের চেয়ে বেশি ম্যাচ হেরেছেএএফপি

ভাগ্যিস, জোহানেসবার্গে গত শনিবার টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। প্রথম দুই ম্যাচ হারায় শুধু ধবলধোলাই হওয়ার শঙ্কা নয়, হারলে একটি জায়গায় সবার ওপরেও উঠে যেত পাকিস্তান। টি–টোয়েন্টিতে এ বছর সবচেয়ে বেশি ম্যাচে হার—সেই তালিকায় শীর্ষ স্থানটি একার করে নিত পাকিস্তান, যদি তৃতীয় ম্যাচেও হারত। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ভাবতেই পারেন, যাক বাবা, বড় বাঁচা বেঁচে গেছি!

আরও পড়ুন

সে তো বটেই। হারের তালিকায় শীর্ষে কে থাকতে চায়! সঙ্গী পেলে তবু সান্ত্বনা মেলে। পাকিস্তান কিন্তু তা পাচ্ছে। এ বছর টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ হারের তালিকায় পাকিস্তান সঙ্গী হিসেবে পাচ্ছে এমন এক দলকে, যারা আইসিসির সহযোগী সদস্য হয়েছে মাত্র সাত বছর আগে। আফ্রিকা মহাদেশের রুয়ান্ডা। দুই দলই সমান ১৬টি করে ম্যাচ হেরেছে। তবে রুয়ান্ডার চেয়ে ৩টি ম্যাচ বেশি খেলেছে পাকিস্তান। ২৪ ম্যাচে ৮ জয় ও ১৬ হার রুয়ান্ডার। পাকিস্তান ১৬ হার ও ৯ জয়ের পথে খেলেছে ২৭ ম্যাচ। টাই ১টি, ফল হয়নি ১টির।

টি–টোয়েন্টিতে এ বছর সর্বোচ্চ হার (শীর্ষ পাঁচ)

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে ২৪ ম্যাচে ১৪ হার নিয়ে দুইয়ে। জিতেছে ১০ ম্যাচ। বাংলাদেশও জিম্বাবুয়ের মতো ১০ ম্যাচ জিতেছে। তবে ১২ হার নিয়ে তালিকার তিনে বাংলাদেশ। জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে দুইয়ে উঠে আসার শঙ্কাও রয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি–টোয়েন্টি সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি। যদিও প্রথম ম্যাচ জিতে নিজেদের জয়সংখ্যা বাড়িয়ে নেওয়ারই আভাস দিচ্ছে লিটন দাসের দল।

দক্ষিণ আফ্রিকা ২৩ ম্যাচে ১১ হার নিয়ে নিয়ে চারে। ১২ ম্যাচ জিতেছে দলটি। হারের তালিকায় পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ ম্যাচে ১০ হার ও ১৪ জয় দলটির। ৯ হার, ১১ জয় ও ১ টাইয়ে ছয়ে ২১ ম্যাচ খেলা আফগানিস্তান। ১৯ ম্যাচে ৯ হার, ৯ জয় ও একটি ফলহীন ম্যাচ নিয়ে যৌথভাবে ছয়ে নিউজিল্যান্ড। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ খেলবে। ৯ ম্যাচে হেরেছে ২০ ম্যাচ খেলা শ্রীলঙ্কাও। জিতেছে ১০টি, টাই ১ ম্যাচ। ১৭ ম্যাচ খেলা ইংল্যান্ড হেরেছে ৫টি, জিতেছে ১০ ম্যাচ।

আরও পড়ুন

২১ ম্যাচ খেলা অস্ট্রেলিয়া হেরেছে মাত্র ৪টি। জিতেছে বাকি ১৭ ম্যাচ। ভারত ২৬ ম্যাচে হেরেছে ২টি, জিতেছে ২২টি, টাই হয়েছে ২ ম্যাচ। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাই এ বছরের বাকি সময়ের মধ্যে টি–টোয়েন্টি সংস্করণে ম্যাচ খেলবে।

টি–টোয়েন্টিতে এ বছর মাত্র দুই ম্যাচ হেরেছে ভারত
এএফপি

ইন্দোনেশিয়া ও ওমান পাকিস্তানের চেয়ে যেমন কম ম্যাচ হেরেছে, তেমনি জিতেছেও বেশি ম্যাচ। ইন্দোনেশিয়া ২৭ ম্যাচের মধ্যে জিতেছে ১২ ম্যাচ, হেরেছে ১৫টি। ওমানও ২৭ ম্যাচের ১২টি জিতেছে ও হেরেছে ১৪টি। ২৫ ম্যাচ খেলা নেপালও পাকিস্তানের চেয়ে বেশি জয়ের পাশাপাশি হেরেছে কমসংখ্যক ম্যাচ। হিমালয়ের দেশটি জিতেছে ১১ ম্যাচ, হেরেছে ১২টি।

একই হিসাবে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রেরও পেছনে থাকবে পাকিস্তান। আফ্রিকার দেশ নাইজেরিয়া ২২ ম্যাচে ১২ জয়ের পাশাপাশি হেরেছে ১০ ম্যাচ। যুক্তরাষ্ট্র ২৪ ম্যাচের ১১টিতে জিতেছে, হেরেছে ১০টি।