ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড স্কটল্যান্ডের কাসেলের

ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড এখন স্কটল্যান্ড পেসার চার্লি কাসেলেরক্রিকেট স্কটল্যান্ড

ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন স্কটল্যান্ডের পেসার চার্লি কাসেল। গতকাল ডান্ডিতে ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচটি স্কটিশরা জিতেছে ৮ উইকেটে।

কাসেল ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার রেকর্ড। ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া ফাস্ট বোলার। রাবাদা ছাড়া এর আগে অভিষেকে ৬ উইকেট নেওয়ার কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডসের। ওয়ানডে অভিষেকে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে সব মিলিয়ে ১৫ জনের।

আরও পড়ুন

বাংলাদেশের হয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড তাসকিন আহমেদের। ২০১৪ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এ পেসার। এ ছাড়া অভিষেকে ৫ উইকেট আছে মোস্তাফিজুর রহমানেরও। ২০১৫ সালে ভারতের বিপক্ষেই একই ভেন্যুতে ৫০ রানে ৫ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি পেসার।

মাইকেল লিস্কের কাছ থেকে অভিষেকের ক্যাপ নিচ্ছেন কাসেল
ক্রিকেট স্কটল্যান্ড

ফোর্টহিল ক্যাসেলে বিশ্বকাপের লিগ টু-এর ম্যাচে কাসেল প্রথমবারের মতো বোলিংয়ে আসার সময় ওমানের স্কোর ছিল ৪৯ রানে ২ উইকেট। নিজের প্রথম ৪ বলেই তিনি নেন ৩ উইকেট, এর মধ্যে প্রথম ২ বলেই ছিল দুটি। নিজের প্রথম ওভারে কাসেল রান দেননি কোনো। শেষ পর্যন্ত ২১.৪ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় ওমান। ১৭.২ ওভারে ৮ উইকেট বাকি রেখেই লক্ষ্য পেরিয়ে যায় স্কটল্যান্ড।

আরও পড়ুন

সব মিলিয়ে কাসেলের বোলিং ওয়ানডে ইতিহাসের সপ্তম সেরা। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চামিন্ডা ভাসের ১৯ রানে ৮ উইকেট এখনো সবার ওপরে।