জনসনকে যেভাবে চুপ করতে বললেন ওয়ার্নার ও তাঁর স্ত্রী

ক্যানডিসের সঙ্গে ডেভিড ওয়ার্নারছবি: ইনস্টাগ্রাম থেকে

মিচেল জনসনের সমালোচনার জবাব ডেভিড ওয়ার্নার মুখে দিয়েছিলেন খুব হালকাভাবেই। অনেকটা হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে। কিন্তু আজ পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম দিন তিনি যে জবাবটা দিয়েছেন, সেটি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারের জন্য বেশ কড়াই। একজন ক্রিকেটারের জন্য সমালোচনার সবচেয়ে জুতসই জবাব—পারফরম্যান্স দিয়েই। ২১১ বলে খেলেছেন ১৬৪ রানের ইনিংস।

শতকের পর উদ্‌যাপনে ওয়ার্নার ‘চুপ’ করতে বলার ভঙ্গি করেছেন, সেটিও জনসনকে উদ্দেশ্য করেই। রেডিও ধারাভাষ্য দিতে মাঠেই ছিলেন জনসন। ওয়ার্নারের মতো জবাব দিয়েছেন তাঁর স্ত্রী ক্যানডিস ওয়ার্নারও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুধু একটা ক্রিকেটীয় শব্দ আর একটি ‘ইমোজি’ ব্যবহার করেই ক্যানডিস জনসনকে যা বলার বলে দিয়েছেন। পার্থ টেস্টে শতরান করার পর ওয়ার্নারের একটি ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী। তাতে বড় হরফে লেখা ‘সেঞ্চুরি’। ছবির ওপর যে ইমোজিটা ব্যবহার করেছেন, সেটি ঠোঁটে আঙুল দিয়ে কাউকে চুপ করতে বলার।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজই ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ। জানুয়ারিতে সিডনি টেস্টই হবে তাঁর শেষ ম্যাচ। এমন ঘোষণা অস্ট্রেলিয়ার এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান আগেই দিয়ে রেখেছিলেন। কিন্তু ব্যাপারটা ভালো লাগেনি জনসনের। তিনি ওয়ার্নারের এমন অবসর ঘোষণার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন পত্রিকায় লেখা এক কলামে। এমনকি ওয়ার্নারকে পার্থ টেস্টের দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ফাস্ট বোলার ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সেই বল টেম্পারিং বিতর্কের প্রসঙ্গও টেনে এনে বলেছিলেন, ওয়ার্নারের মতো কারও বিদায়ী সংবর্ধনা পাওয়া উচিত নয়।

আজ শতকের পর নিজের উদ্‌যাপন প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘আপনারা দেখেছেন, এটা কী ছিল। এটা ছিল সুন্দর করে, ছোট করে সবাইকে চুপ করতে বলা। যে কেউ আমাকে নিয়ে লিখতে পারে, শিরোনাম দেওয়ার চেষ্টা করতে পারে। তাতে আমার কিছু যায়-আসে না। ব্যাপারটা হলো, মাঠে নেমে আমাকে আমার কাজটি করতে হবে। আর আমি যেভাবে চাই, সেভাবে উদ্‌যাপন করতে বাধা নেই।’

পার্থে পাকিস্তানের বিপক্ষে শতকের পর ওয়ার্নার
ছবি: এএফপি

এর আগে জনসনের কলাম বেশ আলোচনা তুললেও ওয়ার্নার সেই কথার জবাবটা ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে দিয়েছিলেন এভাবে, ‘এমন শিরোনাম ছাড়া গ্রীষ্ম জমে নাকি। ব্যাপারটা যা, তা–ই! সবারই নিজস্ব মতামত আছে, তারা সেটি দিতে পারে। আমি তো সামনে তাকিয়ে আছি। ভালো একটি টেস্ট ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’

বিশ্বকাপটা দারুণ কাটলেও টেস্টে পারফরম্যান্স সম্প্রতি সুবিধার ছিল না ওয়ার্নারের। আজকের আগে গত ২৫ টেস্টে তাঁর শতক ছিল মাত্র ১টি। ২০২২ সালের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম ম্যাচে দ্বিশতক করেছিলেন তিনি।