রোহিতের ভারত কি ওয়ানডেতে সর্বকালের সেরা দল—প্রশ্নের উত্তরে যা বললেন স্টার্ক

চ্যাম্পিয়নস ট্রফির জয়ের পর ট্রফি নিয়ে ভারতের খেলোয়াড়দের উচ্ছ্বাসএএফপি

২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে এ বছরের ৩ মার্চ—এই সময়ের মধ্যে ৪৫টি ওয়ানডে খেলেছে ভারত দল। এর মধ্যে জিতেছে ৩৫টিতেই। হেরেছে ৯টিতে, একটি ম্যাচ হয়েছে টাই। রোহিত শর্মার নেতৃত্বে ভারত দল ওয়ানডেতে কতটা দুর্বার হয়ে উঠেছে, এই পরিসংখ্যানই সেটা বলে দেয়।

এই সময়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত, ঘরের মাঠের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অবশ্য হেরেছেন রোহিত–কোহলিরা। তবে সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ভারতের এমন পারফরম্যান্সের পর কেউ কেউ বলছেন, রোহিতদের দলটি ওয়ানডে ইতিহাসের সেরা। এ বিষয়ে আবার ভিন্নমতও আছে।

যশপ্রীত বুমরা আর মোহাম্মদ শামিকে নিয়ে ভারতের পেস বোলিং আক্রমণ এখন বিশ্বের অন্যতম সেরা। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের সঙ্গে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী যোগ হয়ে স্পিন আক্রমণও আগের থেকে শক্তিশালী। আর ব্যাটিং লাইনআপের প্রায় প্রতিটি পজিশনেই আছে একাধিক বিকল্প। সব মিলিয়ে ওয়ানডেতে এই ভারত দলের বেঞ্চের শক্তিও অসাধারণ।

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক
এএফপি

ফ্যানাটিকস টিভিতে চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অস্ট্রেলয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। চোটের কারণে টুর্নামেন্টটি খেলতে না পারা স্টার্ক ওয়ানডে ক্রিকেটে ভারতের বর্তমান দলটির শ্রেষ্ঠত্ব মানতে রাজি নন, ‘ভারত যে জিতেছে, এতে আমি বিস্মিত নই। সত্যি বলতে কী আমি একটা বলও দেখিনি। চ্যাম্পিয়নস ট্রফির খেলা খুব বেশি দেখিনি আমি। অস্ট্রেলিয়ার ম্যাচের কিছু অংশ দেখেছি।’

স্টার্ক এরপর যোগ করেন, ‘আমি (বরুণ) চক্রবর্তীর সঙ্গে গত মৌসুমে কেকেআরে খেলেছি, সে দারুণ এক প্রতিভা, দারুণ এক বোলার। তারা (ভারত) সর্বকালের সেরা ওয়ানডে দল কি না? ভারতের সমর্থকেরা ‘‘হ্যাঁ’’ বলবে, অস্ট্রেলিয়ার সমর্থকেরা সম্ভবত ‘‘না’’ বলবে।’

আরও পড়ুন
সাংবাদিকদের সঙ্গে রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সংবাদ সম্মেলন শেষে
সংগৃহীত

অনেকেই মনে করেন ভারতকে সাদা বলের ক্রিকেটে এগিয়ে দিচ্ছে আইপিএল। কিন্তু স্টার্ক তা মনে করেন না, ‘আমি নিশ্চিত নই, এটা কোনো সুবিধা কি না। কারণ, ক্রিকেটার হিসেবে আমরা বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি (ক্রিকেটে) খেলার সুযোগ পেয়েছি। কিন্তু ভারতের খেলোয়াড়েরা শুধু আইপিএলেই খেলে।’

ভারতের শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বিধা থাকলেও দলটির বেঞ্চের শক্তি আর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই স্টার্কের, ‘আমার মনে হয় তারাই একমাত্র দেশ, যারা একই দিনে একটি টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি দল খেলাতে পারে। একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি খেললেও ভারত কঠিন প্রতিদ্বন্দ্বিতা করবে।’

আরও পড়ুন