বাংলাদেশের নাম যেভাবে জড়াল নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ডের সঙ্গে
তিনি মূলত একজন পেস বোলিং অলরাউন্ডার। বেশির ভাগ সময় ব্যাটিং করেন লোয়ার অর্ডারে। তবে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে আজ ওপেনিংয়ে নামানো হয়েছিল তাঁকে। ব্যাটিং অর্ডারে ‘প্রোমোশন’ পেয়ে এমন ঝড় তুললেন যে নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড হয়ে গেল!
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আজ ওটাগো ভোল্টসের বিপক্ষে নর্দার্ন ডিসট্রিকসের হয়ে এই কীর্তি গড়েছেন স্কট কুগলাইন। ফিফটি করেছেন ১৯ বলে। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্ল্যাঙ্কেট শিল্ডে ভেঙেছেন ২৭ বছরের পুরোনো রেকর্ড।
নিউজিল্যান্ডের সাবেক অফ স্পিনার ক্রিস কুগলাইনের ছেলে স্কট কুগলাইনের এই রেকর্ড ভাঙার সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম।
কীভাবে? বাংলাদেশ দলের বর্তমান পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কারণে। নিউজিল্যান্ডের সাবেক বোলিং অলরাউন্ডার অ্যাডামস ১৯৯৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই ২০ বলে ফিফটি করেছিলেন। অ্যাডামস খেলেছিলেন অকল্যান্ড এসেসের হয়ে। তবে প্রতিপক্ষ একই—ওটাগো ভোল্টস!
আজ নর্দার্ন ডিসট্রিকসের দ্বিতীয় ইনিংসে ১৯ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া কুগলাইন থেমেছেন ২৬ বলে ৭১ রানে; স্ট্রাইক রেট ২৭৩.০৭। মেরেছেন ৩টি চার, ৮টি ছক্কা। প্রথম ইনিংসেও ফিফটি করেছিলেন কুগলাইন। ৬টি চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন।
কুগলাইনের ওই ফিফটির কিছুক্ষণ পরই ৮ উইকেটে ৪১১ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন নর্দার্ন ডিসট্রিকসের অধিনায়ক জিত রাভাল। ওটাগো ভোল্টস প্রথম ইনিংসে মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায়। নর্দার্ন ২৬৬ রানের লিড পায়।
ওটাগোকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও করেননি জিত রাভাল। বরং কুগলাইনকে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামেন। ৩৩ বছর বয়সী কুগলাইন প্রথম শ্রেণির ক্রিকেটে আজই প্রথম টপ অর্ডারে ব্যাট করতে নামেন। নেমেই গড়েন ইতিহাস। শুধু কুগলাইনই নন; পুরোদস্তুর পেসার এবং ক্যারিয়ারে বেশির ভাগ সময় ১০ কিংবা ১১ নম্বরে ব্যাট করা নিল ওয়াগনার আজ নামেন তিন নম্বরে! ব্যাট হাতে তিনিও ঝড় তোলেন; ৩ ছক্কায় ১১ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।
মারকাটারি ব্যাটিংয়ে নর্দার্ন মাত্র ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ওটাগোর লক্ষ্য দাঁড়ায় ৪০৭ রান। ৩ উইকেটে ১২০ রান তুলে আজ তৃতীয় দিন শেষ করেছে ওটাগো। জিততে হলে আগামীকাল চতুর্থ ও শেষ দিন আরও ২৮৭ রান করতে হবে তাদের।
প্ল্যাঙ্কেট শিল্ডের এবারের মৌসুমে এটিই শেষ রাউন্ড। ৮৯ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার শীর্ষে আছে কুগলাইনের নর্দার্ন। ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওয়েলিংটন ফায়ারবার্ডস। আরেক ম্যাচে ওয়েলিংটন খেলছে ক্যান্টারবুরি কিংসের বিপক্ষে। ওয়েলিংটন–ক্যান্টারবুরি ম্যাচ ড্র হলে এবং ওটাগোর বিপক্ষে হার এড়ালে নর্দার্নই চ্যাম্পিয়ন হবে।