২০২৪ সালের শেষ সপ্তাহে এসে বছরের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তাও নিজেদের মাঠে বক্সিং ডেতে। শুরুর দিনটা অবশ্য ভালোই কেটেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
জুলাইয়ের পর টেস্ট খেলতে নামা জিম্বাবুয়েকে প্রথম দিনে স্বস্তিময় সমাপ্তি এনে দিয়েছেন শন উইলিয়ামস। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত ১৪৫ রানে। তাঁর সঙ্গে ৫৬ রান নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক ক্রেইগ আরভিন।
বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। নাভিদ জাদরানের বলে ফেরেন জয়লর্ড গাম্ভি। আরেক ওপেনার বেন কারেন অবশ্য ফিফটির আগে থামেননি। দুই ইংলিশ ক্রিকেটার স্যাম কারেন ও টম কারেনের এই ভাই জিম্বাবুয়ের হয়ে অভিষেক ইনিংসে থেমেছেন ৭৪ বলে ৬৮ রান করে।
৯২ রানে কারেনের আউটের পর আরও ২ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তাকুদজওয়ানাশে কাইতানো ৪৬ ও ডিওন মায়ার্স ২৭ রান করে ফিরেছেন। রিটার্ন ক্যাচে মায়ার্সকে ফিরিয়ে টেস্ট অভিষেকে প্রথম উইকেটের স্বাদ পেয়েছেন রহস্যময় স্পিনার আল্লাহ গজনফর।
এরপর স্বাগতিকদের বাকি দিন টেনেছেন উইলিয়ামস, তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। উইলিয়ামস এর আগে টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষেই। অবশ্য এরপর জিম্বাবুয়ে টেস্টই খেলেছে মোটে ৭টি, এর মধ্যে উইলিয়ামস খেলেছেন শুধু এ বছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৮৫ ওভারে ৩৬৩/৪ (উইলিয়ামস ১৪৫*, কারেন ৬৮, আরভিন ৫৬*, কাইতানো ৪৬; গজনফর ২/৮৩, নাভিদ ১/৬৪)।
(প্রথম দিন শেষে)।