মেহেদী র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৮ ধাপ, হাসান ৩৮

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বোলার মেহেদী হাসানেরক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

হাত ঘুরিয়েছেন ৪ ওভার, ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। সোমবার সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে এই বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদী হাসান। এবার ডানহাতি এই অফ স্পিনার ক্যারিয়ারসেরা নৈপুণ্যের স্বীকৃতি পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। হালনাগাদ টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন মেহেদী। একই ম্যাচে ১৮ রানে ২ উইকেট নিয়ে হাসান মাহমুদ এগিয়েছেন ৩৮ ধাপ।

মেহেদী, হাসানদের উল্লম্ফনের র‍্যাঙ্কিংয়ে টি–টোয়েন্টি বোলারদের শীর্ষে উঠেছেন আকিল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের কাছে জায়গা হারিয়েছেন এক বছর ধরে এক নম্বরে থাকা আদিল রশিদ।

টি–টোয়েন্টির বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে তাসকিন আহমেদ, যিনি ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন। মেহেদী হাসান ছিলেন ৪১ নম্বরে। সেখান থেকে ১৮ ধাপ এগিয়ে ২৩–এ উঠে এসেছেন তিনি। আর প্রথম টি–টোয়েন্টিতে ২০তম ওভারসহ গুরুত্বপূর্ণ সময়ে ভালো বোলিং করা হাসান ৩৮ ধাপ এগিয়ে এসেছেন ৪৭ নম্বরে।

প্রথম টি–টোয়েন্টিতে ১৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

হাসান ও মেহেদী র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেও এটি তাঁদের ক্যারিয়ারসেরা অবস্থান নয়। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় টি–টোয়েন্টি বোলারদের মধ্যে ৮ নম্বরে জায়গা করে নিয়েছিলেন মেহেদী। আর পেসার হাসান গত বছরের মার্চের শেষ সপ্তাহে ছিলেন ৪১ নম্বরে।

টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উত্থান ঘটেছে আকিল হোসেনের। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই বাঁহাতি এগিয়েছেন ৩ ধাপ। আকিলকে জায়গা দিতে গিয়ে এক ধাপ করে নেমে গেছেন ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে শীর্ষে থাকা আদিল রশিদ, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

টি–টোয়েন্টির ব্যাটিংয়ে প্রথম পাঁচে কোনো পরিবর্তন নেই। শীর্ষে ট্রাভিস হেডই, এরপর যথাক্রমে ফিল সল্ট, তিলক বর্মা, সূর্যকুমার যাদব ও জস বাটলার। বাংলাদেশিদের মধ্যে ব্যাটিংয়ে শীর্ষস্থান তাওহিদ হৃদয়ের, যিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না খেলায় ৬ ধাপ নেমে ২৯–এ আছেন।

তবে বদল এসেছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। ইংল্যান্ড সতীর্থ হ্যারি ব্রুককে সরিয়ে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন জো রুট। মঙ্গলবার শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে রুট দুই ইনিংসে করেন ৩২ ও ৫৪, ব্রুক ফেরেন ০ ও ১ রানে।

আরও পড়ুন