হৃদয়ের মতো ‘লাখো ছেলেদের আইডল’ মুশফিক

মুশফিকুর রহিমপ্রথম আলো

মুশফিকুর রহিম গতকাল রাতে ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর তাঁকে বিদায়ী বার্তা দিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন ‘সার্ভিস’ দেওয়ার জন্য ধন্যবাদ জানান মুশফিককে। তাওহিদ হৃদয় বলেছেন, মুশফিক তাঁর মতো লাখো ছেলেদের আইডল।

জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্যর ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রাতে লেখা হয়, ‘বাংলাদেশের ড্রেসিংরুমের স্মৃতিগুলো স্মরণ করব। বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়ায় আপনাকে ধন্যবাদ।’

আরও পড়ুন

১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী মুশফিক। ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি এবং ৪৯ ফিফটিতে মোট ৭৭৯৫ রান করা মুশফিক ওয়ানডেতে তামিম ইকবালের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।

তাঁর প্রতি বিদায়ী বার্তায় জাতীয় দলের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাক্‌টিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওডিআইয়ের আন্তর্জাতিক ক‍্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা—আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়!! এ রকম লাখো ছেলেদের আইডল আপনি, যার জন‍্য আমার মতন অনেকেই আপনাকে একবার দেখবে বলে কত দিন অপেক্ষা করেছে। আপনি আমার আইডল, কতটা গুরুত্বপূর্ণ আপনি, তা হয়তো বুঝতেও পারবেন না।’

আরও পড়ুন

একই পোস্টের নিচে ইংরেজিতেও কয়েকটি কথা লেখা হয়। বাংলায় অর্থটা এমন, ‘যদিও আমি ভাষাহীন ও স্তম্ভিত, অবসর সুখের হোক আমার আইডল মুশফিকুর রহিম। যে কারও থেকে, যেকোনো কিছুর চেয়ে আমি আপনাকে বেশি মিস করব।’

জাতীয় দলের আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলীর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘খুব মিস করব ভাই।’ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘ক্রিকেটের প্রতি আপনার আবেগ, নিষ্ঠা ও লড়াকু মনমানসিকতা শুধু আমার জন্য নয়, বরং দেশের প্রতিটি ক্রিকেটারের জন্যই অনুপ্রেরণার। শৈশবে টিভি স্ক্রিনে আপনাকে দেখে বড় হওয়া, ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মানো এবং পরবর্তী সময় আপনার সাথেই জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য অনেক বড় একটি অর্জন। সবকিছুর জন্য ধন্যবাদ প্রিয় মুশফিকুর রহিম ভাই।’

আরও পড়ুন

মুশফিক ওয়ানডে ছেড়ে দেওয়ায় একটি যুগের অবসান দেখছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, ‘একটি যুগের অবসান! মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। আপনার প্যাশন, নিবেদন এবং লড়াকু মানসিকতা আমাদের জন্য প্রেরণার। আপনার সঙ্গে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সম্মানের। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা। আপনার লিগ্যাসী চিরকালীন।’

জাতীয় দলের আরেক পেসার শরীফুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘শুভ অবসর মুশফিকুর রহিম ভাই...আপনি আমার কাছে একজন অনুপ্রেরণার নাম। আমি যখন বোলিং প্রান্তে থাকি আপনি কিপিং প্রান্তে, সেই মুহূর্তটা মিস করব, সেই সময় যেভাবে সাপোর্ট করতেন ভালো ডেলিভারি করার জন্য সেটা অসাধারণ। আমার কাছে আপনি সব সময়ই সেরা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’