সরাসরি

অ্যান্টিগা টেস্ট: ভাগ্যে বাঁচলেন অ্যাথানেজ

১৮: ৩১

ওয়েস্ট ইন্ডিজের ১০০

চতুর্থ উইকেটে সাবধানি ব্যাটিং করছেন লুইস ও অ্যাথানেজ। ৭৯ বলে অবিচ্ছিন্ন ২০ রানের জুটি গড়েছেন দুজন। এই জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পেরিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

৫১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১১০। তাসকিনের করা ৫১তম ওভারের শেষ বলে স্ট্রেট দিয়ে দারুণ চার মারেন লুইস।

১৮: ০৪

আকাশে ওঠা বল মাটিতে পড়ল নিরাপদে

মেহেদী হাসান মিরাজের বলে বড় শট খেলতে চেয়েছিলেন অ্যালিক অ্যাথানেজ। বল উঠে যায় আকাশে। মিড অনে ক্যাচ ধরার জন্য দৌড়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু অ্যাথানেজের ভাগ্য ভালো, বাতাস বলটি উড়িয়ে নিয়ে যায় তাসকিনের নাগালের বাইরে। বেঁচে যান তিনি।

৪৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৯৬।

১৭: ৪১

ফিরলেন হজ

মিরাজের বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে প্রথম রানটি দ্রুত নিয়ে দ্বিতীয় রানের জন্য ছুটেছিলেন কেভন হজ। কিন্তু ফাইন লেগ থেকে তাইজুলের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন লিটন দাস। আউট হয়েন ফেরেন হজ, ৬৩ বলে ২৫ রানে তাঁর ইনিংস। একই সঙ্গে ভাঙল ১৩০ বলে ৫৯ রানের তৃতীয় উইকেট জুটি।

ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৮৪।

১৭: ১০

মধ্যাহ্ন বিরতির পর সাবধানী লুইস–হজ

দ্বিতীয় সেশনে এরই মধ্যে আরও ৭ ওভার খেলা হয়ে গেছে। তবে বাংলাদেশ আর উইকেট ফেলতে পারেনি। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ দুই প্রান্ত থেকে দারুণ বোলিং করে চলেছেন। তাঁদের বল বুঝেশুনে সামলিয়ে জুটি বড় করার চেষ্টায় মিকাইল লুইস (৪৬*) ও কাভেম হজ (১৩*)।

৩০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৬৬।

১৬: ০৫

বাংলাদেশের সেশন

প্রথম সেশনকে দুই অংশে ভাগ করা যায়। যার প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের। আর দ্বিতীয়টি বাংলাদেশের।

দারুণ বোলিংয়ের পরও প্রথম ঘণ্টায় উইকেট পাননি তাসকিনরা। বারবার ব্যাটসম্যান পরাস্থ করেছেন। তবে ভাগ্য সঙ্গে দেয়নি। বাংলাদেশ প্রথম উইকেট পেয়েছে ইনিংসের ১৪তম ওভারে। সেই ওভারে ব্রাফেটকে ফেরান তাসকিন। নিজের পরের ওভারে তাসকিন আউট করেন কিচি কার্টিকেও। তিনি ফেরেন খালি হাতে।

প্রথম সেশনে খেলা হয়েছে ২৩ ওভার। ২ উইকেটে ৫০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ।

১৫: ৫৮

এবারও বেঁচে গেলেন লুইস

বারবার পরাস্থ হয়েছেন। তবে বল একবারও ব্যাটের কানা ছুঁয়ে যায়নি। হাসানের বোলিংয়ে এবার হলো এজ, তবে সেটা স্লিপের মাথার ওপর দিয়ে হলো চার। ৩৬ রানে ব্যাটিং করছেন লুইস।

২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫০/২।

১৫: ৩০

সফট ডিসমিসাল!

মিডল–লেগ স্টাম্পে করা তাসকিনের বলটিতে ফ্লিক করতে চাইলেন কিচি কার্টি। এজ হয়ে বল যায় মিড উইকেটে থাকা তাইজুল ইসলামের হাতে। ফিরলেন ০ রানে। এর আগে ব্রাফেটকেও আউট করেছেন তাসকিন।

ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ২৭।

১৫: ১৭

তাসকিন দিলেন প্রথম উইকেট

আগের বলটি করেছিলেন শর্ট। এবার তাসকিন করলেন ফুল লেংথে স্টাম্প বরাবর। বলটি কিছুটা ভেতরে ঢুকলে লাগে ব্রাফেটের প্যাডে। আবেদন করতেই আউট দেন আম্পায়ার। ব্রাফেট রিভিউ নিলেও সফল হননি। ৩৮ বলে ৪ রান করেছেন উইন্ডিজ অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২৫।

১৪: ৫৭

কে পাবেন উইকেট?

নতুন বলের চ্যালেঞ্জ ভালোভাবেই সামাল দিচ্ছেন ব্রাফেট–লুইস। ভালো বোলিং করলেও ১০ ওভারে বাংলাদেশকে কোনো উইকেট দিতে পারেনি বাংলাদেশের পেসাররা।

১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ২২।

১৪: ২৯

উইকেটবিহীন, তবু দুর্দান্ত শুরু

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম বাউন্ডারি পেল পঞ্চম ওভারে। হাসান ও শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে অবশ্য বাউন্ডারি মারার সুযোগই ব্রাফেট ও লুইস পাননি। ভাগ্য সঙ্গ দিলে হাসান–শরীফুল উইকেটও পেতে পারতেন। তবে ব্যাটসম্যানদের বারবার পরাস্থ করেও উইকেট পাননি তারা।

৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৯।

১৪: ০৯

মেডেন ওভারে শুরু টেস্ট সিরিজ

নতুন বলে শুরুটা করেছেন হাসান মাহমুদ। একের পর এক আউট সুইংয়ে ব্রাফেটকে প্রথম ওভারে কঠিন সময়ও দেওয়া গেছে। অন্য প্রান্ত থেকে নতুন বলে আক্রমণে এসেছেন শরীফুল ইসলাম।

১৩: ৪১

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম

১৩: ৪১

৪ পেসারের ওয়েস্ট ইন্ডিজ

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস

১৩: ৩২

বোলিংয়ে বাংলাদেশ

অ্যান্টিগায় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে স্বাগতম!

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এই টেস্টে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের এই মাঠে সর্বশেষ দুই টেস্টের দুটিরই প্রথম ইনিংসে যথাক্রমে ১০৩ ও ৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এবার কী করবে মেহেদী হাসান মিরাজের দল?