টি-টোয়েন্টি ছেড়ে টেস্ট অধিনায়ক হয়ে যে কীর্তি গড়লেন বাভুমা

দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমাছবি: টুইটার

টি-টোয়েন্টিতে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভ থেকে বাদ পড়লে প্রশ্ন ওঠে অধিনায়কত্ব নিয়েও। তবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) আস্থা রাখায় দায়িত্ব চালিয়ে গেছেন টেম্বা বাভুমা

৩২ বছর এই মিডল অর্ডার ব্যাটসম্যান এবার নিজেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নিয়েছেন টেস্টের নেতৃত্ব। এর মাধ্যমে গড়েছেন বিরল এক কীর্তিও। দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের প্রথম কৃষ্ণাঙ্গ-আফ্রিকান অধিনায়ক বাভুমা। এর আগে প্রথম কৃষ্ণাঙ্গ-আফ্রিকান হিসেবে অধিনায়কত্ব পেয়েছিলেন ওয়ানডে-টি-টোয়েন্টিতেও।

টেস্ট অধিনায়ক হিসেবে বাভুমার প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

গতকাল বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সিএসএ। দলে সদ্য অধিনায়কত্ব হারানো ডিন এলগারও আছেন। নতুন টেস্ট কোচ শুকরি কনরাডের পছন্দেই এলগারকে সরিয়ে বাভুমাকে অধিনায়ক করা হয়েছে বলে নিশ্চিত করেন সিএসএর ক্রিকেট পরিচালক এনোক এনকিওয়ে।

আরও পড়ুন

শুধু অধিনায়ক বদলই নয়, ডিসেম্বর-জানুয়ারির অস্ট্রেলিয়া সফরের দল থেকে মোট ৫টি বদল এনেছে দক্ষিণ আফ্রিকা। বাদ পড়েছেন পেসার লুঙ্গি এনগিডি, উইকেটকিপার কাইল ভেরেনা, ব্যাটসম্যান সারেল এরউই, রাসি ফন ডার ডুসেন ও খায়া জোনদো। এ ছাড়া আরেক ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইন দুই দিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

বাভুমা দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন ২০২১ সালের মার্চে। ওই সময় টেস্ট দলের দায়িত্ব পান এলগার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ কনরাড জানান, এলগারকে সরিয়ে দেওয়ার পেছনে পারফরম্যান্সের ভূমিকা নেই, ‘কোচ বদলানোর সিদ্ধান্তটি আমার ছিল। আমার মনে হয়েছে, বাভুমার সঙ্গে মিলবে ভালো। তবে এলগারও নেতৃত্বে বড় ভূমিকা রাখবে। ওকে সরিয়ে দেওয়ার মানে এই নয় যে অধিনায়ক হিসেবে ভালো নয়, আর বাভুমা ভালো। বিষয়টি নিয়ে আমি এলগারের সঙ্গে বসেছি, বুঝিয়ে বলেছি।’

আরও পড়ুন

ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টের পর তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিও খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে নেতৃত্ব বাভুমাই দেবেন। তবে টি-টোয়েন্টির অধিনায়ক কে, তা এখনো ঘোষণা করা হয়নি।