১০০ বা ২০০ রান নয়, একেবারে ৪০০! তা–ও আবার বাংলাদেশের একজন গড়েছে এমন কীর্তি।
জাতীয় স্কুল ক্রিকেটে আজ অবিশ্বাস্য এ ঘটনাই ঘটিয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার। ১৭০ বলের ইনিংসে চারই মেরেছে ৫০টি, সঙ্গে ২২ ছক্কা। শেষ পর্যন্ত মুস্তাকিম অপরাজিত ছিল ৪০৪ রানে।
বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। জাতীয় স্কুল ক্রিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে এই কীর্তিই গড়েছে মুস্তাকিম।
একই ম্যাচে মুস্তাকিমের সতীর্থ সোয়াদ পারভেজও করেছে ডাবল সেঞ্চুরি। ১২৪ বল খেলে ৪২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রান অপরাজিত ছিল পারভেজ। তার সঙ্গে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মুস্তাকিম। সব মিলিয়ে তাদের দল ৫০ ওভারের ম্যাচে ২ উইকেট হারিয়ে তোলে ৭৭০ রান।
এরপর বল হাতে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিকে মাত্র ৩২ রানে অল আউট করে দেয় ক্যামব্রিয়ান স্কুল। হাসান হৃদয় পায় ৬ উইকেট ও পারভেজ নেয় ৪ উইকেট।
৪০০ রানের ইনিংস খেলার পর আজ মিরপুরে সাংবাদিকদের মুস্তাকিম জানায়, ‘আল্লাহ লিখে রাখছে। আর নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। যখন উইকেটে আসি, চেষ্টা করেছি ব্যাটের সঙ্গে বলের সংযোগটা ভালো করতে। যখন দেখলাম ভালো লাগছে, তখন মনে হয়েছে পারব আজকে।’
ক্রিকেটে মুস্তাকিমের আদর্শ সাকিব আল হাসান হলেও পাওয়ার হিটিংয়ের জন্যই অনুসরণ করে ক্যারিবিয়ান ক্রিকেটকে।
৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া বন্ধু সোয়াদ পারভেজের সঙ্গে আগেও খেলেছে মুস্তাকিম। ম্যাচ শেষে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা মুস্তাকিমের, ‘শেষ দিকে ওভার কম ছিল। ও আমাকে স্ট্রাইক দিয়ে সাহায্য করছিল। ও আর আমি ছোটবেলা থেকেই একসঙ্গে খেলি। অনেক সাহায্য করেছে। আমাদের লক্ষ্য ছিল দুজন মিলেই যেন শেষ করে আসতে পারি।’