নিউজিল্যান্ড দলে কে এই মুহাম্মদ আব্বাস

মুহাম্মদ আব্বাসব্ল্যাক ক্যাপস

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যে দলে একটি নাম ভক্তদের মনে কৌতূহল সৃষ্টি করেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মুহাম্মদ আব্বাস। কে এই মুহাম্মদ আব্বাস?

২১ বছর বয়সী আব্বাসের জন্ম লাহোরে। তাঁর বাবা আজহার আব্বাস পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। এরপর নিউজিল্যান্ডে পাড়ি জমানোর পর খেলেছেন ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়েও। বর্তমানে ওয়েলিংটনে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন এই পেসার।

আব্বাসের বেড়ে ওঠা অকল্যান্ডে। ২০২২ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার কথা ছিল আব্বাসের। তবে কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ড। গত ফেব্রুয়ারিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস।

১৫
লিস্ট ‘এ’ ক্রিকেটে আব্বাসের ম্যাচসংখ্যা

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। প্রায় ৩৫ গড়ে আব্বাস রান করেছেন ৪৫৪, উইকেট পেয়েছেন ৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২১টি। ৬টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ২টি। গড় ৩৬.১৩। ৩০.৪১ গড়ে উইকেট নিয়েছেন ১২টি। পাকিস্তানের বিপক্ষে দলে সুযোগ পেয়েছেন আরেক নতুন মুখ ওয়েলিংটনের আরেক ব্যাটসম্যান নিক কেলি।

আরও পড়ুন

পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের মূল দলের অনেক ক্রিকেটারই নেই। মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্ররা আইপিএল নিয়ে ব্যস্ত। কেইন উইলিয়ামসন আইপিএলে সুযোগ না পেলেও এই সিরিজে খেলবেন না। আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন এই ক্রিকেটার।

অধিনায়ক স্যান্টনারের জায়গায় এই সিরিজে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম। দলে ফিরেছেন ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলা আদিত্য অশোক।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।
আরও পড়ুন