সাকিব ‘না হয়ে’ বড় মনের পরিচয় দিয়েছেন মিরাজ

এবারের বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজপ্রথম আলো

২০৩ রান তাড়া করতে নামা চিটাগং কিংস প্রথম ওভারেই উইকেট হারাল। উইকেট পড়ল তৃতীয় ও পঞ্চম ওভারেও। ষষ্ঠ ওভারের শেষ বলেও উইকেট হারায় মোহাম্মদ মিঠুনের দল। চট্টগ্রামের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান টমাস ও’কনেল হয়তো ভেবেছিলেন, এবার একটু থিতু হবে ইনিংস! তিনি হয়তো ভাবতেও পারেননি, পরের বলেই আবার উইকেট পড়বে।

কিন্তু সব সময় কি আর মানুষের ভাবনা অনুযায়ী সবকিছু এগোয়! সপ্তম ওভারের প্রথম বলে চট্টগ্রামের ব্যাটসম্যান হায়দার আলী আউট হয়ে ফেরেন। ড্রেসিংরুমে তখনো ব্যাটিংয়ে নামার জন্য সেভাবে প্রস্তুত ছিলেন না দলটির পরের ব্যাটসম্যান ও’কনেল। গ্লাভস ও প্যাড পরে নামতে একটু দেরিই হয়ে যায় তাঁর।

একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানের ক্রিজে এসে প্রথম বলের মুখোমুখি হতে যতটা সময় বরাদ্দ, তার চেয়ে বেশি সময় নেন ও’কনেল। প্রতিপক্ষ খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ ও’কনেলের বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করেন আম্পায়ারের কাছে। আম্পায়ার আউট দিলে ও’কনেল ড্রেসিংরুমের দিকে হাঁটাও ধরেন। তবে কিছুক্ষণ পর খুলনা অধিনায়ক মিরাজ মত বদলে ব্যাটসম্যানকে ফিরিয়ে আনেন। যদিও এরপর মিরাজের প্রথম বলেই আউট হয়েছেন ও’কনেল।

টাইমড আউট হলেও প্রতিপক্ষ অধিনায়ক মত বদলানোয় আবার পিচে ফেরেন ও’কনেল
প্রথম আলো

বলতে পারেন, এবারের বিপিএলে সুযোগ পেয়েও সাকিব আল হাসান হলেন না মিরাজ! টাইমড আউটের প্রসঙ্গে এলে অনেকেরই হয়তো মনে পড়ে যায় সাকিবের কথা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুসকে আম্পায়ার টাইমড আউট দিয়েছিলেন সেই সময়ের বাংলাদেশের অধিনায়ক সাকিবের আবেদনে সাড়া দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউটের ঘটনা সেটিই প্রথম।

আরও পড়ুন

সেই থেকে টাইমড আউটের প্রসঙ্গ এলেই চলে আসে সাকিবের নাম। আজ আরেকটি টাইমড আউটে সাকিবের স্মৃতি ফেরালেও আদতে সাকিব হয়ে ওঠেননি মিরাজ। ‘আউট তো আউটই, কোনো ছাড়া নয়’-ম্যাথুসের বেলায় সাকিব এমন কঠোর অবস্থান নিলেও মিরাজ দেখিয়েছেন মহানুভবতা। ও’কনেলকে ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছেন।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন ম্যাথুস
ছবি: এএফপি

এ নিয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মিরাজের প্রশংসাই করেছেন চট্টগ্রামের অধিনায়ক মিঠুন, ‘আসলে মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে। এখানে অবশ্যই মিরাজকে কৃতিত্ব দিতে হবে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত নয়। একজন ব্যাটারের সব সময় প্রস্তুত থাকা উচিত। ও (ও’কনেল) প্রস্তুত হতে দেরি করেছে।’
মিঠুন এরপর যোগ করেন, ‘ও’কনেল হয়তো বুঝতে পারেনি এত দ্রুত উইকেট পড়বে। এ জন্য ধীরেসুস্থে প্রস্তুত হচ্ছিল। আমি মনে করি, মিরাজ দারুণ কাজ করেছে। প্রশংসা অবশ্যই ওর প্রাপ্য। আর এটা তো ক্রিকেটের নিয়ম, সময়মতো না গেলে ফিল্ডিং দল আবেদন করবেই।’

এবারের আইপিএলে সাকিব নাম লিখিয়েছেন চট্টগ্রামে। কিন্তু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এই সংসদ সদস্য রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর দেশেই ফিরতে পারেননি। বিপিএলেও খেলবেন কি না অনিশ্চিত। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে চট্টগ্রাম অধিনায়ক মিঠুন বলেছেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা টিম ম্যানেজমেন্ট বা মালিক দেখছেন। ওনার ব্যাপারে আমাদের খেলোয়াড়দের কাছে কোনো তথ্য নেই।’

আরও পড়ুন