জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম। এই সিরিজে থাকছেন না দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন আজ রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমূল আবেদীন বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে সোহেল ইসলাম স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। মুশতাক আহমেদ এখনো আমাদের সঙ্গে (বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ) আছেন। তবে এই সিরিজে তিনি থাকবেন না।’
পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। প্রাথমিকভাবে মুশতাকের সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তাঁর কাজে সন্তুষ্ট হওয়ায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
সর্বশেষ চুক্তি অনুযায়ী, মুশতাক বছরে ১৩০ দিন বোর্ডের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করবেন। বিসিবির মনে হয়েছে জিম্বাবুয়ে সিরিজে মুশতাককে প্রয়োজন নেই। সোহেল ইসলামকে দিয়েই কাজ চালানো যেতে পারে।
সাবেক অফ স্পিনার সোহেল ইসলাম সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন। এর আগে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতিতেও জাতীয় দলে এই ভূমিকায় তাঁকে দেখা গেছে।
জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ দলে যোগ দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি আসার আগে থেকেই শোনা যাচ্ছিল, প্রধান কোচ বিদেশি হলেও সহকারী কোচ হিসেবে স্থানীয়দের দেখা যেতে পারে। সেটা শুরু হয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনকে দিয়ে। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ সালাহউদ্দীন বেশ আগে থেকেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন সোহেল ইসলাম।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগামীকাল বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা জিম্বাবুয়ে দলের। ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলটি পরদিন বুধবার সকালে সিলেটে যাবে। সেখানে প্রথম টেস্ট শুরু ২০ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল থেকে।