পাকিস্তান কারস্টেনের ছোঁয়ায় বদলে যাবে, মনে করেন ডি ভিলিয়ার্স
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সপ্তাহ পাঁচেক আগে গ্যারি কারস্টেনকে বাবর আজমদের সাদা বল ক্রিকেটের কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের ছোঁয়ায় পাকিস্তান দলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে মনে করেন এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের আশা, আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে খেলবে পাকিস্তান। আর বাবর আজমদের দলটি আরও গোছালো হয়ে উঠবে বলেও ধারণা তাঁর।
পাকিস্তানের ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারের অভাব না থাকলেও বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা ও অস্থিরতার খবর প্রায়ই সামনে আসে। কোচ এবং অধিনায়ক নিয়েই যেমন অস্থিরতায় কেটেছে গত ছয় মাস। নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পরই একপ্রকার বাধ্য হয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর, টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হন শাহিন শাহ আফ্রিদি। আবার টিম ডিরেক্টর কাম কোচের চেয়ারে বসেন মোহাম্মদ হাফিজ। তবে এরই মধ্যে শাহিনকে নেতৃত্ব আর হাফিজকে কোচের ডিরেক্টর-কোচের পদ থেকে বিদায় নিতে হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরেছেন বাবর, এ দুই সংস্করণের কোচ হয়েছেন কারস্টেন। আর এই পরিবর্তন এসেছে পিসিবি চেয়ারম্যান পদে বদল আসার জেরে, যেখানে এখন মহসিন নাকভি বসা।
২০১১ বিশ্বকাপজয়ী কোচ কারস্টেনকে নিয়োগের ঘটনা পাকিস্তানের ক্রিকেটে ইতিবাচক বদল আনবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। আজ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের ‘৩৬০ শো’-তে ডি ভিলিয়ার্স কারস্টেনের বিভিন্ন গুণের প্রসঙ্গ তুলে বলেন, ‘আমি শুধু একটা কথাই বলতে চাই, আরও গোছালো পাকিস্তান দেখার জন্য প্রস্তুত হোন। প্রস্তুত হোন কিছু খেলোয়াড়ের নিজেকে শীর্ষে তুলে ধরা দেখতে। যারা বিশ্বমঞ্চে নিজেদের জানান দেবে এবং খেলাটাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।’
কারস্টেনের প্রথম বড় চ্যালেঞ্জ হবে জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত আসরে ফাইনাল খেলা বাবরের দল এবার গ্রুপ পর্বে ভারত, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। এরপর সুপার এইট পর্ব পেরিয়ে পাকিস্তান নকআউটে (সেমিফাইনাল ও ফাইনাল) উঠবে বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক, ‘পাকিস্তান সাদা বল ক্রিকেটে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠবে। আমি আশা করছি তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটের দরজায় কড়া নাড়বে।’
ভারতকে কোচিং করানো কারস্টেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকারও কোচ ছিলেন। ওই সময় প্রোটিয়া দলটিকে নেতৃত্ব দেওয়া ডি ভিলিয়ার্স তাঁর সাবেক কোচের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘আমি তোমার চেয়ে ভালো নই, শুধু তোমাকে সঙ্গ দিতে এসেছি। সেটা হোক চাপের সময়, ভালো সময় বা মন্দ সময়। দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে আসার পর ঠিক এটাই বলেছিলেন আমাকে। যেটা তিনি ভারতেও করেছেন, সেখানে ২০১১ বিশ্বকাপও জিতেছেন। সবাই দেখেছে ওই সময় ভারতীয় দল কেমন উন্নতি করেছিল।’