নাসিমের পর রিজওয়ানে জিতল পাকিস্তান

পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ানছবি: এএফপি

কেউ ফিফটি পাননি। তবু নিউজিল্যান্ডের স্কোর আড়াই শ পার হয়েছে। আর সেই স্কোর তাড়া করতে নেমে পাকিস্তানের তেমন কোনো অসুবিধা হয়নি। ১১ বল হাতে রেখে তুলে নেওয়া ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের এই সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। বুধবার করাচিতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

আরও পড়ুন
আরও পড়ুন

আজ প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। প্রথম ওভারেই ডেভন কনওয়েকে (০) তুলে নেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। ৫৭ রানে ৫ উইকেট নেওয়া এই পেসারের জন্যই বড় সংগ্রহ পায়নি নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিলেন নাসিম। নিউজিল্যান্ডের ইনিংস এগিয়েছে দুটি জুটিতে ভর করে।

৫ উইকেট নেন নাসিম শাহ
ছবি: এএফপি

ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপসের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন মাইকেল ব্রেসওয়েল। চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও টম ল্যাথাম ৫৬ রানের জুটিতে গড়েছেন ইনিংসের ভিত। ফিফটি না পেলেও কিউই মিডলঅর্ডারে মোটামুটি সবাই মাঝারি মানের অবদান রেখেছেন। কেইন উইলিয়ামসনের ২৬, মিচেলের ৩৬, ল্যাথামের ৪২, ফিলিপসের ৩৭ এবং ব্রেসওয়েলের ৪৩ রানে ৯ উইকেটে ২৫৫ রান তোলে নিউজিল্যান্ড।

আরও পড়ুন

তাড়া করতে নেমে পাকিস্তানের কাজটা সহজ করেছেন তিন অভিজ্ঞ ব্যাটসম্যান—ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৭৪ বলে ৫৬ রান করেন ওপেনার ফখর। ৮২ বলে ৬৬ রান করা বাবরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন ফখর। এরপর দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে জয়ের ভিত পেয়েছে পাকিস্তান।

তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও বাবর। চতুর্থ উইকেটে হারিস সোহেল ও রিজওয়ানের কাছ থেকে এসেছে আরও ৬৪ রানের জুটি। ৮৬ বলে ৭৭ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। হারিস সোহেলের ২৩ বলে ৩২ রানের ইনিংসটিও জয়ে বেশ কাজে লেগেছে। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ব্রেসওয়েল।

আরও পড়ুন