পাকিস্তান ছেড়ে কাউন্টি দলের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন
ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। আগামী মাস থেকে দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। এর মধ্য দিয়ে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন ব্র্যাডবার্ন।
গত বছর সাকলায়েন মুশতাকের কাছ থেকে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্র্যাডবার্ন। এরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ছাড়াও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপেও পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তান দলে মিকি আর্থারের সঙ্গে কাজ করতেন ব্র্যাডবার্ন। ডার্বিশায়ার কোচের দায়িত্ব পালনের পাশাপাশি ‘খণ্ডকালীন’ ভূমিকায় পাকিস্তান দলের টিম ডিরেক্টরের ভূমিকায়ও আছেন আর্থার।
পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দারুণ অধ্যায়টা শেষ করার সময় এখনই। পাঁচ বছরে তিনটি ভূমিকায় ছিলাম, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত।
সর্বশেষ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর ব্র্যাডবার্ন ও আর্থারের চাকরিতে টিকে থাকা শঙ্কা দেখা দিয়েছিল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দুজনকে দায়িত্ব থেকে সরানোর ক্ষমতা পিসিবির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির ছিল না। তবে পাকিস্তানের সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে ব্র্যাডবার্ন কিংবা আর্থার—কেউই দলের সঙ্গে যাননি। টিম ডিরেক্টরের ভূমিকায় সেখানে দলের সঙ্গে গেছেন মোহাম্মদ হাফিজ।
কিন্তু ব্র্যাডবার্ন এখন পিসিবি ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে ব্র্যাডবার্ন বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দারুণ অধ্যায়টা শেষ করার সময় এখনই। পাঁচ বছরে তিনটি ভূমিকায় ছিলাম, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দুর্দান্ত কিছু খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও আমি কৃতজ্ঞ।’
বিবিসি জানিয়েছে, গ্ল্যামরগনে প্রধান কোচ ম্যাথু মেনার্ড ও সাদা বলের সংস্করণে কোচ মার্ক অ্যালেইনের জায়গা নেবেন ব্র্যাডবার্ন। গত মৌসুম শেষে লাল বলের সংস্করণে গ্ল্যামরগন কোচের দায়িত্ব ছাড়েন মেনার্ড। অ্যালেইন ব্র্যাডবার্নের কোচের স্টাফে থেকে যেতে পারেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
গ্ল্যামরগন গত মৌসুমে ভালো করতে পারেনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু পর্যায়ে পঞ্চম হওয়ার পাশাপাশি সাদা বলের সংস্করণেও নকআউট পর্বে উঠতে পারেনি। দলটির কোচের দায়িত্ব নেওয়ার পর সবার আগে অধিনায়ক ঠিক করা হবে ব্র্যাডবার্নের প্রথম কাজ। গ্ল্যামরগনের দায়িত্ব নেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে ব্র্যাডবার্ন বলেছেন, ‘গ্ল্যামরগন কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। ভালো সংস্কৃতি গড়ে তোলার সঙ্গে দলের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করাও আমার লক্ষ্য।’
২০১৮ সালে পাকিস্তানের সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্র্যাডবার্ন। দুই বছর পর পাকিস্তানের হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধানের দায়িত্ব পান। বিবিসি জানিয়েছে, গত বছর মে মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন ব্র্যাডবার্ন। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব ছাড়লেন। ১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে গ্ল্যামরগনের দায়িত্ব নেবেন ব্র্যাডবার্ন। ২০২৭ সালে দলটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে।