অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা সুপার এইটে, অন্যদের কী করতে হবে

বাংলাদেশ কি সুপার এইটে উঠতে পারবে?এএফপি

২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্ব পেরিয়ে আটটি দল উঠবে সুপার এইটে। আট দলের দুটিকে পেয়ে গেছে সুপার এইট পর্ব। আজ নামিবিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া উঠে গেছে সুপার এইটে। শ্রীলঙ্কা–নেপাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবেই সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ‘ডি’

পয়েন্ট তালিকা

* সুপার এইট নিশ্চিত

বাংলাদেশ

ম্যাচ বাকি: নেদারল্যান্ডস (১৩ জুন, সেন্ট ভিনসেন্ট) ও নেপাল (১৭ জুন, সেন্ট ভিনসেন্ট)।

• শেষ দুই ম্যাচে ডাচ ও নেপালিদের হারালেই সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ।
• শেষ দুই ম্যাচের একটিতে জিতলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে।
• দুটি ম্যাচই হেরে গেলে বাদ পড়ে যাবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা

ম্যাচ বাকি: নেপাল (১৫ জুন, সেন্ট ভিনসেন্ট)

• সুপার এইটে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।

নেদারল্যান্ডস

ম্যাচ বাকি: বাংলাদেশ (১৩ জুন, সেন্ট ভিনসেন্ট) ও শ্রীলঙ্কা (১৭ জুন, সেন্ট লুসিয়া)

• শেষ দুই ম্যাচ জিতলেই সুপার এইটে চলে যাবে ডাচরা।
• একটি ম্যাচ জিতলে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

শ্রীলঙ্কা

ম্যাচ বাকি: নেদারল্যান্ড (১৭ জুন, সেন্ট লুসিয়া)

•বাংলাদেশ–নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত না হলেই বাদ লঙ্কানরা।

নেপাল

ম্যাচ বাকি: শ্রীলঙ্কা (১২ জুন, লডারহিল), দক্ষিণ আফ্রিকা (১৫ জুন, সেন্ট ভিনসেন্ট), বাংলাদেশ (১৭ জুন, সেন্ট ভিনসেন্ট)

• সুপার এইটে উঠতে শেষ তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে নেপালিদের।

আরও পড়ুন
গ্রুপ ‘এ’

পয়েন্ট তালিকা

ভারত

ম্যাচ বাকি: যুক্তরাষ্ট্র (১২ জুন, নিউইয়র্ক), কানাডা (১৫ জুন, লডারহিল)

• আর একটি ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত ভারতের।
• শেষ দুই ম্যাচ হেরে গেলেও শ্রেয়তর নেট রান রেটে শেষ আটে উঠে যেতে পারে ভারত।

• ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচ পরিত্যক্ত হলে দুদলই উঠে যাবে সুপার এইটে।

যুক্তরাষ্ট্র

ম্যাচ বাকি: ভারত (১২ জুন, নিউইয়র্ক), আয়ারল্যান্ড (১৪ জুন, লডারহিল)

• আর একটি ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত যুক্তরাষ্ট্রের।
• শেষ দুই ম্যাচ হেরে গেলেও শ্রেয়তর নেট রান রেটে শেষ আটে উঠে যেতে পারে যুক্তরাষ্ট্র।

• ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচ পরিত্যক্ত হলে দুদলই উঠে যাবে সুপার এইটে।

কানাডা

ম্যাচ বাকি: ভারত (১৫ জুন, লডারহিল)

• ভাগ্য নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে ভারতকে হারালেও হয়তো বাদ পড়ে যাবে।

পাকিস্তান

ম্যাচ বাকি: আয়ারল্যান্ড (১৬ জুন, লডারহিল)

•        সুপার এইটে ওঠার নাটাই নিজেদের হাতে নেই পাকিস্তানের।

•        ভারত ও যুক্তরাষ্ট্র—দুটি দলই আর একটি করে ম্যাচ জিতলেই বাদ পড়বে পাকিস্তান।  ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচটি পরিত্যক্ত হলেও বাদ পাকিস্তান।

·        ভারত বা যুক্তরাষ্ট্র, দুই দলের যে কোনো একটি শেষ দুই ম্যাচেই হারলেই শুধু আয়ারল্যান্ডকে হারিয়ে নেট রান রেটের হিসেবে  সুপার এইটে ওঠার কাগুজে সম্ভাবনা আছে পাকিস্তানের। নেট রান রেটে অবশ্য দুই দলের চেয়েই অনেক পিছিয়ে পাকিস্তান।  ভারত যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারালেই শুধু নেট রান রেটে যুক্তরাষ্ট্রেক টপকানো সম্ভব পাকিস্তানের।

আয়ারল্যান্ড

ম্যাচ বাকি: যুক্তরাষ্ট্র (১৪ জুন, লডারহিল), পাকিস্তান (১৬ জুন)

• সুপার এইটে উঠতে আয়ারল্যান্ডকে দুই ম্যাচ জিততে হবে ও নেট রান রেটের হিসাব করতে হবে।
• ভারত ও যুক্তরাষ্ট্র—দুটি দলই আর একটি করে ম্যাচ জিতলেই বাদ পড়বে পাকিস্তান।  ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচটি পরিত্যক্ত হলেও বাদ পাকিস্তান।

আরও পড়ুন
গ্রুপ ‘বি’

পয়েন্ট তালিকা

* সুপার এইট নিশ্চিত, ** বিদায় নিশ্চিত

অস্ট্রেলিয়া

ম্যাচ বাকি: স্কটল্যান্ড (১৬ জুন, সেন্ট লুসিয়া)

• সুপার এইটে উঠে গেছে অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ড

ম্যাচ বাকি: অস্ট্রেলিয়া (১৬ জুন, সেন্ট লুসিয়া)

• শেষ ম্যাচটি জিতলে তো কথাই নেই স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরেও সুপার এইটে উঠতে পারে।

নামিবিয়া

ম্যাচ বাকি: ইংল্যান্ড (১৫ জুন, অ্যান্টিগা)

• বাদ পড়ে গেছে

ইংল্যান্ড

ম্যাচ বাকি: ওমান (১৪ জুন, অ্যান্টিগা), নামিবিয়া (১৫ জুন)

• অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডকে। চিরপ্রতিদ্বন্দ্বীরা যেন শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারায় সেই আশায় থাকতে হবে ইংলিশদের। স্কটিশরা শেষ ম্যাচে হারলেই শুধু ইংল্যান্ডের সুযোগ থাকবে সুপার এইটে ওঠার।

• ওমান ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেট বাড়াতে হবে ইংলিশদের।

ওমান

ম্যাচ বাকি: ইংল্যান্ড (১৪ জুন, অ্যান্টিগা)

• টানা তিন ম্যাচ হেরে বাদ পড়ে গেছে ওমান।

আরও পড়ুন
গ্রুপ ‘সি’

পয়েন্ট তালিকা

আফগানিস্তান

ম্যাচ বাকি: পাপুয়া নিউগিনি (১৪ জুন, ত্রিনিদাদ), ওয়েস্ট ইন্ডিজ (১৮ জুন, সেন্ট লুসিয়া)

• শেষ দুই ম্যাচে আফগানিস্তানে একটি জয় দরকার।

ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ বাকি: নিউজিল্যান্ড (১৩ জুন, ত্রিনিদাদ), আফগানিস্তান (১৮ জুন)

• পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেই সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজিল্যান্ড

ম্যাচ বাকি: ওয়েস্ট ইন্ডিজ (১৩ জুন, ত্রিনিদাদ), উগান্ডা (১৫ জুন, ত্রিনিদাদ), পাপুয়া নিউগিনি (১৭ জুন)

• শেষ তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে নিউজিল্যান্ডকে।

উগান্ডা

ম্যাচ বাকি: নিউজিল্যান্ড (১৫ জুন, ত্রিনিদাদ)

• নিউজিল্যান্ডকে হারালেও সুপার এইটে ওঠার সম্ভাবনা খুবই কম।

পাপুয়া নিউগিনি

ম্যাচ বাকি: আফগানিস্তান (১৪ জুন, ত্রিনিদাদ), নিউজিল্যান্ড (১৭ জুন)

• শেষ দুই ম্যাচ তো জিততে হবেই, গ্রুপের অন্য সব ম্যাচের ফলও আসতে হবে পক্ষে।

আরও পড়ুন