শরীফুল যে কারণে টেস্ট দলে নেই

শরীফুল ইসলামপ্রথম আলো

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বোলিংয়ের সময়ই কুঁচকির চোটে পড়েন শরীফুল ইসলাম। যে কারণে পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টের একাদশে ছিলেন না এই বাঁহাতি পেসার। এবার ভারত সফরের দুই টেস্টের দলেও তাঁকে রাখা হয়নি। শরীফুলের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। দেশের হয়ে টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি ব্যাটসম্যান এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন।

আরও পড়ুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারত সফরের প্রস্তুতির শুরু থেকেই নিয়মিত পুরোদমে বোলিং করছেন শরীফুল। কিন্তু জানা গেছে, এখনো ৫ থেকে ১০ ওভার বোলিং করলে ব্যথা অনুভব করেন তিনি। যদিও শরীফুলের যে ধরনের চোট, তাতে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা। সেটি না হওয়ায় শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদসহ চার পেসার নিয়েই ভারত সফরের দল ঘোষণা করা হলো।

শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে শরীফুল
প্রথম আলো

সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে খেলায় ফিরবেন শরীফুল। টি-টোয়েন্টি দলের সঙ্গে আগামী ২ অক্টোবর ভারত যাবেন তিনি। ৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। দিল্লিতে ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে ১২ অক্টোবর সফরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন