সেঞ্চুরির পর নিজের বয়স মনে করিয়ে কী বোঝাতে চাইলেন কোহলি

সেঞ্চুরির পর কোহলিএএফপি

কত ঝড় বয়ে গেছে এতগুলো বছরে—বিরাট কোহলির গল্প তবুও বারবারই গিয়ে মেলে একই মোহনায়। সেঞ্চুরি করেন, ম্যাচ জেতান, রেকর্ডটাও গড়েন সব সময়ের মতোই। পাকিস্তানের বিপক্ষেও আজ সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন, ওয়ানডেতে ১৪ হাজার রানে দ্রুততম হিসেবে গড়েছেন রেকর্ডও।
তাঁর সেঞ্চুরির পর আনন্দ বয়ে গেছে পুরো ভারতীয় ড্রেসিংরুমেই। চার মেরে তাঁর তিন অঙ্কে পৌঁছানোর পর দলও জিতেছে। এত আনন্দের ভিড়ে বিরাট কোহলি স্বস্তি খুঁজছেন অন্য এক জায়গায়—আগামী এক সপ্তাহ যে তাঁদের কোনো ম্যাচ নেই। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন দিনের ব্যবধানে দুই ম্যাচ খেলে ফেলার পর ভারতের পরের ম্যাচটি ২ মার্চ।

আরও পড়ুন

কোহলি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর তাঁকে কথাটা মনে করিয়ে দেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ—এক সপ্তাহ ছুটি পেয়ে কেমন লাগছে? ‘সত্যি বলতে, ৩৬ বছর বয়স হয়ে গেলে ভালোই লাগে (হাসি)। আমি জানি না, যাদের ২৩–২৪ বছর তাদের কেমন লাগছে, আমার খুব ভালো লাগে। দুই দিন কিছুই করব না। কারণ, এখন অনেক কিছু করতে হয় মাঠে এ ধরনের পরিশ্রম করার জন্য।’
কোহলি যতই মাঠে পরিশ্রম করেন, তাঁর ব্যাট হাসছিল না অনেক দিন ধরেই। তাতে সমালোচনাও ধেয়ে আসছিল অবধারিতভাবেই। ওসব নিয়ে তাঁর ভাবনাটা কী? পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতিয়ে তিনি বলছেন, ওদিকে নাকি তাকানই না!

ম্যাচ শেষ কোহলিদের অভিনন্দন পাকিস্তানের খেলোয়াড়দের
এএফপি

এরপর কীভাবে কাজটা করেন তা–ও বলেছেন কোহলি, ‘আমি নিজেকে বারবার বলতে থাকি, ফিল্ডিংয়ে ১০০% দিতে হবে। এ নিয়ে গর্বও অনুভব করি। আপনি যখন মাথা নিচু রেখে নিজের কাজটা করবেন, কাজ হবে। পরিষ্কার একটা ধারণা গুরুত্বপূর্ণ, বলে যখন গতি থাকবে, আপনাকে রান করতে হবে।’
ভারতের বিপক্ষে ২৪১ রানের সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। ওই রান ভারত তাড়া করে ফেলেছে ৪২.৩ ওভার খেলে। ১১১ বলে ১০০ রানে অপরাজিত  থাকা কোহলির অবদান ছিল, তা তো আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন


৩১ রানে রোহিত শর্মাকে হারিয়ে ফেলার পরের পরিকল্পনা কেমন ছিল? এবার কোহলির উত্তর, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং করলে ভালোই লাগে, যেখানে সেমিফাইনালে খেলার সম্ভাবনা সামনে আছে। রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝের ওভারগুলোতে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। স্পিনারদের নয়, পেসারদের বিপক্ষে ঝুঁকি নেওয়ার। আমি ছাঁচটাতে খুশিই ছিলাম, ওয়ানডেতে আমি এভাবেই খেলি।’

আরও পড়ুন