সাকিবকে লিটনের অভিনন্দন

সাকিবকে অভিনন্দন জানিয়েছেন লিটনপ্রথম আলো

সাকিব আল হাসানের সঙ্গে তাঁর নামটাও শোনা যাচ্ছিল। সাকিব যদি বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব নিতে রাজি না হন, তাহলে লিটন দাস হবেন বাংলাদেশ দলের অধিনায়ক। শেষ পর্যন্ত তা হয়নি। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিবই। তাঁর ডেপুটি থাকবেন লিটন।

আজ বোর্ড সভাপতি গুলশানে তাঁর বাসভবনে এ কথা জানান। এই খবরের ঘণ্টাখানেক পর লিটন তাঁর ফেসবুক পেজে সাকিবকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আশা করি, আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’

আরও পড়ুন

একসময় জাতীয় দলে নিয়মিত পেসার রুবেল হোসেনও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। তিনি স্বপ্ন দেখছেন, সাকিবের হাতেই উঠবে এবারের বিশ্বকাপের ট্রফি, ‘বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। স্বপ্ন দেখতে দোষ কোথায়, বিশ্বকাপের ট্রফিটা উঠুক সাকিবের হাতে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।’

অধিনায়ক হিসেবে সাকিব এখন পর্যন্ত বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ এর মধ্যে জিতেছে ৪টি ম্যাচে। অধিনায়ক সাকিবের জয়ের হার ২১.০৫, পাঁচটির বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ৫০টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ২৩টিতে। জয়ের হার ৪৬, যা তৃতীয় সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ১৬টি জয় এনে দিয়েছেন সাকিব, জয়ের হার ৪১।

আরও পড়ুন