ভারতের বিপক্ষে বাংলাদেশ বিশেষ সুবিধা পাবে, মনে করেন রোহিতদের ব্যাটিং কোচ

অনুশীলনে বাংলাদেশ দলবিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেনের দল। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দারুণ অবস্থানে আছে ভারত

অন্যদিকে সুপার এইটের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে এখন চাপে আছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটি এখন বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

তবে এই ম্যাচের আগে বাংলাদেশ বিশেষ সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ভারতীয় এ কোচের মতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট স্পিনারদের সহায়তা করছে। আর এ ধরনের কন্ডিশনে বাংলাদেশ সব সময় ভালো করে। ফলে ভারতের বিপক্ষেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি।

অ্যান্টিগার উইকেট বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন ও সাকিব আল হাসানকে বিশেষ সুবিধা দেবে উল্লেখ করে রাঠোর বলেছেন, ‘দল হিসেবে তারা ভালো। তাদের অনেক বোলার আছে, যারা স্পিন বোলিং করতে পারে এবং বিশেষ কন্ডিশনে তারা খুব ভালোও করে। এমন কন্ডিশন দল হিসেবে তাদের জন্য উপযোগী। আমার মনে হচ্ছে, উইকেট স্পিনারদের কিছুটা সহায়তা করবে এবং তাদের দলে (ভালো) স্পিন বোলার আছে। পাশাপাশি আমি মনে করি, এই সংস্করণের ক্রিকেটে প্রতিটি দলই বেশ শক্তিশালী।’

রিশাদ কি আজ ঘূর্ণিজাদু দেখাতে পারবেন
বিসিবি

তবে উইকেট যেমনই হোক দলের ব্যাটসম্যানরা প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেছেন রাঠোর, ‘আমার মনে হয়, আমরা এরই মধ্যে নিউইয়র্কে সবচেয়ে বাজে কন্ডিশনে খেলেছি। এর পর থেকে সামনে যা আসবে ভালোই হবে। এমনকি আজকের উইকেটও বেশ ভালো মনে হচ্ছে। তাই আমি উইকেট ভালো হবে বলেই মনে করছি। মানে এটা নিউইয়র্কের মতো চ্যালেঞ্জিং হবে না। পাশাপাশি আমরা প্রস্তুত। আমি মনে করি, দল হিসেবে এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমরা যেকোনো পরিবেশকে মোকাবিলা করতে সক্ষম।’