আপডেট—বাংলাদেশ সময় রাত ৯-৫০ মিনিটে আবার শুরু হয়েছে খেলা। এখনো ৫০ ওভারেরই ম্যাচ। ফলে পাকিস্তানের লক্ষ্যেও কোনো পরিবর্তন আসেনি।
আবারও বৃষ্টি এবং আবারও খেলা বন্ধ!
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির এ খেলা শুরু হয়েছে গতকাল থেকে। এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচটি গতকাল বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় আজ রিজার্ভ ডেতে নিয়ে আসা হয়েছিল।
কিন্তু আজও বৃষ্টি হানা দেওয়ায় খেলা নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে শুরু হয়। সে সময় কোনো ওভার না কাটা হয়নি। গতকাল থেমে যাওয়া ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান থেকে আজ ব্যাটিংয়ে নামে ভারত। বিরাট কোহলি (১২২*) ও লোকেশ রাহুলের (১১১*) সেঞ্চুরিতে ২ উইকেটে ৩৫৬ রান তোলে তারা।
পাকিস্তান তাড়া করতে নেমে ১১ ওভার শেষে ২ উইকেটে ৪৪ রান তোলার পর আবারও বৃষ্টি হানা দেওয়ায় খেলা বন্ধ হয়। ফল আসতে গেলে পাকিস্তান ইনিংসে অন্তত ২০ ওভার খেলা হতে হবে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার পর প্রেমাদাসা স্টেডিয়ামে এ দফা বৃষ্টি শুরু হয়। শুরুতে ভারী বৃষ্টিপাত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে অনেকেই দাবি করছেন বৃষ্টি কমে এসেছে। তবে এবার ওভার কাটা যাওয়ার সম্ভাবনা বেশি।