‘ভুলোমনা’ রোহিত এবার হারিয়েছেন আইফোন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেটা ভারতের ভালো যায়নি, হেরে গেছে ৬৬ রানে। তবে ব্যাটসম্যান রোহিত শর্মার জন্য ম্যাচটা ভালোই কেটেছে। খেলেছেন দলীয় সর্বোচ্চ ৫৭ বলে ৮১ রানের ইনিংস। ম্যাচটি খেলতে রাজকোটে গিয়ে অস্বস্তিকর এক পরিস্থিতিরই মুখোমুখি হয়েছেন রোহিত। নিজের আইফোনটা হারিয়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক।
ভারত–অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি হয়েছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, যা স্থানীয়ভাবে খান্ডেরি স্টেডিয়াম নামেও পরিচিত। ম্যাচের আগের দিন অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন এবং ম্যাচের প্রস্তুতি নিতে নেট সেশনে অংশ নিয়েছিলেন রোহিত। এরই একফাঁকে তাঁর আইফোনটা হারিয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম গুজরাট সমাচার জানায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন নেট সেশন শেষে রোহিত টের পান, তাঁর মুঠোফোনের হদিস নেই। এ নিয়ে খোঁজাখুঁজি চললেও পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে স্থানীয় পুলিশের কাছে কোনো অভিযোগও করা হয়নি।
ভারত ক্রিকেট দল এরই মধ্যে রাজকোট ছেড়ে চলে এসেছে। রোহিতের আইফোন পাওয়া গেছে কি না, সে খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, রোহিতের ফোন চুরি হওয়ার চেয়ে কোথাও হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি। কারণ, ‘ভুলোমনা’ হিসেবে রোহিতের ‘খ্যাতি’ আছে।
২০১৭ সালে বিরাট কোহলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভারতীয় দলের সবচেয়ে ভুলোমনা খেলোয়াড় রোহিত। ছোটখাটো জিনিসের পাশাপাশি দৈনন্দিন ব্যবহৃত অনেক কিছুও তিনি যেখানে–সেখানে ফেলে আসেন। ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ শিরোনামের ওই অনুষ্ঠানে কোহলি বলেছিলেন, ‘রোহিত অনেক কিছুই ভুলে যায়। আমি ওর মতো ভুলোমনা কাউকে দেখিনি। আইপ্যাড, ওয়ালেটসহ দৈনন্দিন কাজে লাগে, এমন অনেক কিছুই ভুলে যায়। এক–দুইবার তো পাসপোর্ট নিতেও ভুলে গিয়েছিল।’
রোহিতের পাসপোর্ট নিতে ভুলে যাওয়ার শেষ ঘটনাটি ছিল এবারের এশিয়া কাপে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল যখন বিমানে ওঠার আগে টিম হোটেল ছেড়ে গাড়িতে ওঠে, তখন হঠাৎই আবিষ্কৃত হয় যে রোহিত পাসপোর্ট আনেননি। এর আগে চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে রায়পুরে ওয়ানডেতে আরেক কাণ্ড ঘটান তিনি। টসে জেতার পর ভারতের সিদ্ধান্ত কী জানতে চাইলে রোহিত বলেন, ‘ব্যাটিং না বোলিংয়ের সিদ্ধান্ত হয়েছে, ভুলে গেছি।’
আইপিএলেও আছে এমন ভুলে যাওয়ার ঘটনা, তা–ও ফোন নিয়েই। চলতি বছর মুম্বাই ইন্ডিয়ানসের একটি ম্যাচের পর ওয়াংখেড়ের দর্শকেরা রোহিতের সঙ্গে সেলফি চেয়েছিলেন। এক দর্শকের কাছ থেকে ফোন নিয়ে সেলফি তোলার পর সেটি নিয়ে হাঁটা ধরেন রোহিত। পরে ওই দর্শক ‘আমার ফোনটা দিয়ে যান’ বলার পর ফেরত দেন। এ ঘটনার ভিডিও পোস্ট করা হয় মুম্বাইয়ের ফেসবুক পেজেও।