মেয়েদের বিশ্বকাপেও ভারতের কাছে হার পাকিস্তানের

ম্যাচে সর্বোচ্চ ৩২ রান করেছেন ভারতের শেফালি বর্মাএএফপি

কানায় কানায় পরিপূর্ণ ছিল না দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে দর্শকসংখ্যা একেবারে কমও ছিল না। ৩ অক্টোবর শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সবচেয়ে বেশি দর্শক দেখল চতুর্থ দিনে এসেই। আজ দুবাইয়ের দিনের প্রথম ম্যাচটিতে যে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই লড়াইয়ে জিতেছে ভারত। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১০৫ রান করে পাকিস্তান। রানটা ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে প্রথম জয়ের দেখা পেল ভারত। এ জয়ে হারমানপ্রীত কৌরের দল সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল ভালোভাবেই। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা ভারত দ্বিতীয় ম্যাচে পেল প্রথম জয়। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করা পাকিস্তান হারল প্রথমবার।

রান তাড়ায় ভারতকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৬১ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসা অধিনায়ক ২৪ বলে করেছেন ২৯ রান। উইকেটে আসার পর ৮০ রানের মাথায় জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষকে ফিরতে দেখা হারমানপ্রীত ম্যাচটি শেষ করে যেতে পারেননি। দলের যখন ২ রান দরকার, স্টাম্পিংয়ের হাত থেকে বাঁচতে গিয়ে চোটে পড়ে উঠে যেতে হয় তাঁকে। অধিনায়ক আহত হয়ে অবসর নেওয়ার পরের বলেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন সজীবন সাজানা।

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করার পর বোল্ড নিদা দার
এএফপি

১৮ রানে স্মৃতি মান্ধানার (৭) বিদায়ের পর জেমিমা রদ্রিগেজকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৩ রান যোগ করেন ওপেনার শেফালি বর্মা। ওমাইমা সোহেলকে ছক্কা মারতে গিয়ে লং অনে আলিয়া রিয়াজের হাতে ক্যাচ দেন শেফালি। ৩৫ বলে ৩ চারে ৩২ রান করা শেফালিই ভারতের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮ বলে ২৩ রান করেছেন জেমিমা।

আরও পড়ুন

এর আগে যতটা সম্ভব বাজেভাবেই শুরু করেছিল পাকিস্তান। প্রথম ওভারের শেষ বলে দলটি ওপেনার গুল ফিরোজা যখন ‘হাঁস’ নিয়ে ফিরলেন দলটির রান ১। আরেক ওপেনার মুনিবা আলী এরপর সিদরা আমিনকে নিয়ে ৩.৫ ওভারে যোগ করে ২৪ রান। ৮ রান করে সিদরা অফ স্পিনার দীপ্তি শর্মার বলে বোল্ড হওয়ার পর ধস নামে পাকিস্তানের ইনিংসে। ২৫ থেকে ৫২—২৭ রান তুলতে ৪ উইকেট হারায় দলটি।

দর্শকরের কমতি ছিল না ভারত–পাকিস্তান ম্যাচে
এএফপি

এরপর ৭০ ও ৭১ রানে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। এরপরও যে দলটির রান ১০০ পেরোল, তাতে বড় অবদান নিদা দারের। ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ২৮ রান করে মিডিয়াম পেসার অরুন্ধতী রেড্ডির তৃতীয় শিকার হয়েছেন নিদা দার। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে অরুন্ধতীই ভারতের সেরা বোলার। পাকিস্তানের ইনিংসে নিদা দার ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন মুনিবা (১৭), ফাতিমা সানা (১৩) ও দশে নামা সৈয়দা আরুব শাহ (১৪*)।

পাকিস্তানকে হারালেও এখনো পয়েন্ট তালিকায় প্রতিবেশীদের নিচেই আছে ভারত। ২ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ২। তবে পাকিস্তান (+০.৫৫৫) ভারতের (-১.২১৪) এগিয়ে আছে নেট রান রেটের হিসাবে। পাকিস্তান আছে তিনে, ভারত চারে।