ভারতের দুর্দান্ত জয়ের পর পাকিস্তানকে খোঁচা ইরফানের
কারও কারও মনে হতে পারে কথাটা শোয়েব আখতারকে উদ্দেশ্য করে বলা। এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেছিলেন, ভারতকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এমনও বলেছিলেন যে, ‘এটা খালার বাড়ি নয় যে ভারত হেসেখেলে জিতে যাবে।’
কিন্তু বাস্তবে দেখা গেল, হেসেখেলেই জিতেছে ভারত। কলম্বোয় ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ১৫.২ ওভারের মধ্যে ৫০ রানে অলআউট করে দেন ভারতের বোলাররা। যে রান তাড়া করতে দুই ওপেনারের লেগেছে মাত্র ৩৭ বল। সাড়ে একুশ ওভার খেলেই শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে অষ্টম এশিয়া কাপ ট্রফি জিতেছে ভারত।
এমন হেসেখেলে পাওয়া জয়ের পর পাকিস্তানকে পরোক্ষ খোঁচা দিয়েছেন ইরফান পাঠান। আদতে যা হয়তো শোয়েব আখতারকে উদ্দেশ্য করেই।
ভারতের সাবেক বাঁহাতি পেসার ভারতের এশিয়া কাপ জয়ের পর এক্সে (সাবেক টুইটার) একাধিক টুইট করেছেন। তার মধ্যে একটি এ রকম- ‘প্রতিবেশীরা এখনো আওয়াজ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের আওয়াজ কলম্বো পর্যন্ত পৌঁছায়নি।’
ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে শিরোপা জয়ের আগে টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। সেটি সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে, ৬ রানের ব্যবধানে। ওই ম্যাচে ভারত ও বাংলাদেশ উভয় দলের নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলেননি।
খুব সম্ভবত সেই ম্যাচের দিকে ইঙ্গিত করে ইরফান আরেকটি টুইটে লিখেছেন, ‘এশিয়া কাপ জিতে এবার বিশ্বকাপে চলো। শাবাশ ভারত। এবারের এশিয়া কাপে কোনো দলই পূর্ণ শক্তির ভারতের কাছাকাছিও আসতে পারেনি।’