ছয় মাস পর মাঠে ফিরে ৭ উইকেট নিলেন হাসারাঙ্গা

ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গাএএফপি

ঠিক এই ওয়ানিন্দু হাসারাঙ্গাকেই মিস করছিল শ্রীলঙ্কা। চোটের কারণে ছয় মাস মাঠের বাইরে থাকা এই লেগ স্পিনিং অলরাউন্ডার আজ মাঠে ফিরলেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। আর ফেরার ম্যাচেই ৩৫ বল করে ১৯ রান দিয়ে নিলেন ৭ উইকেট।

হাসারাঙ্গার ক্যারিয়ারে তো বটেই, ওয়ানডে ইতিহাসেরই এটি পঞ্চম সেরা বোলিং ফিগার। হাসারাঙ্গার লেগ স্পিনে পথ হারিয়ে জিম্বাবুয়ে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ২২.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে গেছে।

হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ খেলেছিলেন গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। এরপর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কার এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েন। অক্টোবরে শুরু বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু পুনর্বাসন পর্যায়ে আবারও চোটে পড়লে বিশ্বকাপও শেষ হয়ে যায় তাঁর।

হাসারাঙ্গাবিহীন দুটি টুর্নামেন্টের প্রথমটিতে ফাইনালে উঠলেও পরেরটিতে ১০ দলের মধ্যে নবম হয় শ্রীলঙ্কা। এ ক্ষেত্রে হাসারাঙ্গার অনুপস্থিতিকে অন্যতম কারণ মনে করেন শ্রীলঙ্কা ক্রিকেটের অনেকে।

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ওয়ানডের সিরিজ দিয়ে দলে ফেরেন হাসারাঙ্গা। যদিও প্রথম দুই ওয়ানডের একাদশে তাঁকে রাখা হয়নি। আজ কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেমেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাতে শুরু করেন।

হাসারাঙ্গার স্পিনের জবাব ছিল না জিম্বাবুয়ের কাছে
এএফপি

টসে জেতা জিম্বাবুয়ে বৃষ্টিতে খেলা বন্ধের আগে প্রথম ৮ ওভারে বিনা উইকেটে ৪১ রান তোলে। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে হাসারাঙ্গার স্পিন-ঘূর্ণির সামনে পড়ে ক্রেইগ আরভিনের দল।

হাসারাঙ্গার লেগ স্পিনের ফাঁদে পড়ে বিনা উইকেটে ৪৩ থেকে পরের ৫ রানের মধ্যে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। সব কটিই নেন হাসারাঙ্গা। পরে নেন আরও ৩ উইকেট। সব মিলিয়ে ৫.৫ ওভার বল করে ১ মেডেনসহ ১৯ রানে তাঁর শিকার ৭ উইকেট।

হাসারাঙ্গা এখন ওয়ানডেতে পঞ্চম সেরা বোলিংয়ের মালিক
এএফপি

ওয়ানডেতে এর চেয়ে ভালো ফিগার আছে মাত্র চারটি। ২০০১ সালে কলম্বোর এসএসসিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস। এখন পর্যন্ত এটিই ওয়ানডেতে সেরা বোলিং।

ওয়ানডেতে সেরা পাঁচ বোলিং

এর পরের তিনটি স্থানে যথাক্রমে পাকিস্তানের শহীদ আফ্রিদির ১২ রানে ৭ উইকেট (২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার ১৫ রানে ৭ উইকেট (২০০৩ সালে নামিবিয়ার বিপক্ষে) এবং আফগানিস্তানের রশিদ খানের ১৮ রানে ৭ উইকেট (২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।