তামিমের পুরস্কার যে কারণে তামিম নিলেন না

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফরচুন বরিশালের জয়ে ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবালপ্রথম আলো

এবারের বিপিএলে তামিম ইকবালের দ্বিতীয় ফিফটি সহজ করেছে ফরচুন বরিশালের জয়। ঢাকা ক্যাপিটালের ১৩৯ রান টপকে আজ ১৬ ওভারেই ৮ উইকেটে ম্যাচ জিতেছে বরিশাল। ম্যান অব দ্য ম্যাচ তামিম, দিন শেষের সংবাদ সম্মেলনেও এসেছেন তিনিই। কিন্তু ম্যাচ শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে তামিমের পুরস্কার নিতে মঞ্চে না ওঠার ঘটনা কৌতূহল ছড়াল বেশ।

তামিমের হয়ে পুরস্কার নিয়েছেন তাঁর সঙ্গী ওপেনার নাজমুল হোসেন। বরিশাল দল সূত্রে জানা গেছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গিয়ে তামিম অনেকটা সময় দাঁড়িয়ে থাকলেও পুরস্কার যিনি দেবেন, সেই বোর্ড সভাপতি ফারুক আহমেদেরই মঞ্চে আসতে দেরি হচ্ছিল। পরে একটু বিরক্ত হয়েই আর মঞ্চে ওঠেননি তামিম, পুরস্কার আনতে পাঠিয়েছেন নাজমুলকে।

নিজ শহর চট্টগ্রামে বিপিএল খেলতে এসে প্রথম দিনে তামিমের এই একটাই বিরক্তি। নইলে দল জিতেছে, তিনি ভালো খেলেছেন, চট্টগ্রামে বাউন্ডারিও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বরিশাল অধিনায়ককে খুশিই বলতে হবে। ও হ্যাঁ, আরেকটা অতৃপ্তি আছে। আজ ম্যাচটা আরও দ্রুত শেষ করতে চেয়েছিলেন তামিম, ‘মাঝে আমাদের আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, আমাদের হাতে উইকেট ছিল। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি।’

ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল, তবে বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নিয়েছেনা নাজমুল হোসেন
প্রথম আলো

এবারের বিপিএলের উইকেট নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই। তবে ছোট বাউন্ডারি নিয়ে সিলেট পর্বের শুরুতেই নিজের আপত্তির কথা জানিয়েছিলেন তামিম। চট্টগ্রামে এসে স্বাভাবিক বাউন্ডারি দেখে খুশি তিনি, ‘উইকেট এই টুর্নামেন্টে ভালো। যদি মিরপুরের কথা চিন্তা করেন, সিলেটেও অসাধারণ ছিল, চট্টগ্রামেও ঠিক আছে। ভালো লাগছে বাউন্ডারি বেড়েছে আগের চেয়ে। আজকে দেখছেন অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। আমার মনে হয় এটাই সঠিক সাইজ। এই বাউন্ডারিতেই খেলা উচিত, ৫২-৫৩ মিটারে নয়।’

আরও পড়ুন

ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আজই প্রথম সংবাদমাধ্যমের সামনে এলেন তামিম ইকবাল। যদিও অবসর সংক্রান্ত এক প্রশ্নে বলেছেন, ‘এ নিয়ে কথা বলার জায়গা এটা নয়।’ তার আগে অবশ্য ক্রিকেট প্রশাসনে আসা ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল
প্রথম আলো

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমি চেষ্টা করব যত দিন খেলা যায়। এখন তো রিটায়ার্ড, সো লিজেন্ড লিগের জন্যও কোয়ালিফাই করব। ওই সব খেলব, যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মতো ওটা খেলব। ইনশা আল্লাহ যদি ফিট থাকি, যত দূর পারি খেলতে থাকব আমার ফোকাসটা খেলা নিয়েই। এখানে কয়েকটি টুর্নামেন্ট আছে, কাজেই এটা নিয়েই…।’

অবসরের পর তামিম বিসিবির নির্বাচন করবেন, এমন একটা কথা শোনা গেলেও এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি, ‘এই মুহূর্তে এ নিয়ে বলার মতো কিছু নেই।’

আরও পড়ুন