এত ছক্কা, এত রান—আগে হজম করেননি বুমরা

ভারতের পেসার যশপ্রীত বুমরাএএফপি

স্কোরকার্ড বলছে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যশপ্রীত বুমরা ভারতের সবচেয়ে সফল বোলার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট হওয়া ইনিংসে ৪ উইকেট নেন বুমরা। তবে এ পথে তাঁকে উল্টো পিঠও দেখতে হয়েছে। নিজের টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি ছক্কাও হজম করতে হয়েছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলারকে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আজ ২৮.৪ ওভার বোলিং করে ৯৯ রান দিয়েছেন বুমরা। এ নিয়ে ৪৪ টেস্টের ক্যারিয়ারে ৮৪ ইনিংসে বোলিং করলেন বুমরা। এবারের আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮৮ রান দিয়েছিলেন ২০২০ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাই আজ পেছনে পড়ল মেলবোর্নে। তবে সবচেয়ে বেশি রান দেওয়াতেই নয়, চলমান বোর্ডার–গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেট (এখন পর্যন্ত ২৫) নেওয়া বুমরা মুদ্রার উল্টো পিঠ দেখেছেন আরও কিছু পরিসংখ্যানেও।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শুরুতে বুমরার ওপর চড়াও হয়েছিলেন অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাস। তাঁর এক ওভার থেকে একবার ১৪ এবং আরেকবার ১৮ রান তুলেছেন এই ১৯ বছর বয়সী ওপেনার। টেস্টে এক ওভারে এর আগে বুমরা কখনোই ১৮ রান দেননি। রিভার্স স্কুপ করে বুমরাকে ছক্কা মেরেছেন কনস্টাস—যেটা টেস্টে ৪,৪৮৩ বল পর তাঁর প্রথম ছক্কা হজম। কনস্টাসের কাছে ছক্কা হজমের আগে এই সংস্করণে বুমরা সর্বশেষ ছক্কার মার খেয়েছিলেন ২০২১ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে। ক্যামেরন গ্রিনের সেই ছক্কার পর ২৫ টেস্টে তাঁকে কেউ ছক্কা মারতে পারেননি।

২০১৮ সালে টেস্টে অভিষিক্ত বুমরা মেলবোর্নে নামার আগে তাঁর ৪৩ টেস্টের ক্যারিয়ারে মাত্র ৭টি ছক্কা হজম করেছিলেন। মেলবোর্নে সংখ্যাটা অস্বাভাবিকভাবে বাড়ল।

আরও পড়ুন

জস বাটলারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কনস্টাস একাই তাঁকে মেরেছেন দুটি ছক্কা। পরে স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্কও তাঁকে ছক্কা মারেন। সব মিলিয়ে ৯৯ রান দেওয়ার পথে এই ইনিংসে ৪টি ছক্কা হজম করেন বুমরা। মেলবোর্নের আগে টেস্টে এক ইনিংসে কখনো একটির বেশি ছক্কা এবং এক টেস্টে কখনো দুটির বেশি ছক্কা হজম করেননি ভারতের এই পেসার।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নেন বুমরা
এএফপি

টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত ৯ জন বুমরাকে ছক্কা মারতে পেরেছেন। ২০১৮ সালে কেপ টাউনে শুরুটা করেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। সে বছর নটিংহাম টেস্টে ইংল্যান্ডের আদিল রশিদ এবং সাউদাম্পটন টেস্টে মঈন আলি তাঁকে ছক্কা মারেন। এরপর ২০১৮ সালেই ওভাল টেস্টে বুমরাকে দুটি ছক্কা মারেন বাটলার। বুমরার টেস্ট ক্যারিয়ারের এ পথ পর্যন্ত তাঁকে ছক্কা মেরেছেন দক্ষিণ আফ্রিকার একজন ও ইংল্যান্ডের তিনজন। বাকিরা অস্ট্রেলিয়ান।

২০২০ সালে মেলবোর্ন টেস্টে তাঁকে ছক্কা মারেন নাথান লায়ন। পরের বছর সিডনিতে গ্রিনের ছক্কা মারার কথা তো আগেই বলা হয়েছে। এরপর এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও তাঁকে এক ইনিংসে চার ছক্কা হাঁকালেন অস্ট্রেলিয়ানরা। মোট ৫ অস্ট্রেলিয়ান তাঁকে ছক্কা মেরেছেন।

আরও পড়ুন