স্যামসন–তিলকের ‘হাতুড়িপেটা’, প্রোটিয়াদের সবচেয়ে বড় হার এবং ভারতের যত কীর্তি

দক্ষিণ আফ্রিকা ও ভারতের সমর্থকদের জন্য কালকের রাতটা ছিল বিপরীত অভিজ্ঞতারএএফপি
হাতুড়িপেটা—জোহানেসবার্গে গত রাতে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা যা করেছেন, সেটার ভাবার্থ বোঝাতে এই শব্দই যথার্থ মনে হচ্ছে। ধারাভাষ্যকার পমি এমবাঙ্গাও তো স্যামসন–তিলকের ব্যাটে ছক্কা–বৃষ্টি দেখে বারবার বলে যাচ্ছিলেন ‘অ্যাবসোলুট হ্যামারিং’! দুজনের সেঞ্চুরিতে ভারত গড়েছে একগাদা রেকর্ড। বিপরীতে দক্ষিণ আফ্রিকা নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরে বসেছে। সেসবই একনজরে দেখে নেওয়া যাক—

টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন ভারতের সঞ্জু স্যামসন। গত রাতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৯ রানের অপরাজিত ইনিংসের আগে ৮ নভেম্বর ডারবানে ১০৭ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেন।

সঞ্জু স্যামসনের সেঞ্চুরি উদ্‌যাপন
বিসিসিআই

ভারতের হয়ে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি সেঞ্চুরি (শীর্ষ ৩)

২০২৪ সালে টি–টোয়েন্টিতে নবমবারের মতো ২০০ ছোঁয়া স্কোর করল ভারত, যা এক পঞ্জিকাবর্ষে যেকোনো দলের সর্বোচ্চ।

ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজে ৪টি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে, যা সর্বোচ্চ। এটি ছাড়া কোনো টি–টোয়েন্টি সিরিজে ২টির বেশি ব্যক্তিগত সেঞ্চুরির নজির নেই।

দেশের নিরিখে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি টি–টোয়েন্টি সেঞ্চুরি (শীর্ষ ৫)

২৮৩/১

জোহানেসবার্গে গত রাতে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে ভারত, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের ২৫৮/৫।  

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ (শীর্ষ ৫)

টি–টোয়েন্টি এ বছর নয়বার ভারতের দলীয় স্কোর ২০০ রান ছুঁয়েছে
বিসিসিআই

স্যামসন ১০৯* ও তিলক ১২০*—আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচের এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির কীর্তি এটাই প্রথম।

২১০*

সঞ্জু স্যামসন–তিলক বর্মার অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ।

রেকর্ড জুটি গড়ার পথে স্যামসন ও তিলক
এএফপি

টি–টোয়েন্টিতে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ছক্কা (শীর্ষ ৩)

টি–টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা (শীর্ষ ৩)

স্যামসন ও তিলকের একেকটা বড় শট এভাবেই বাউন্ডারি বাইরে আছড়ে পড়েছে
এপি

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান রেট (শীর্ষ ৩)

*টানা দুই বছর ভারত নিজেদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

৯২.৩০%

ভারত এ বছর ২৪টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ২২টিতেই জিতেছে। শতকরা জয় ৯২.৩০%, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ১০ ম্যাচ খেলার নিরিখে সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ ভারতীয়দের
ইনস্টাগ্রাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে জয় (শীর্ষ ৫)

দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে ভারতের সর্বোচ্চ ছক্কা (শীর্ষ ৩)

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতের তিলক বর্মা। অন্য চারজন ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের সঞ্জু স্যামসন।

টি–টোয়েন্টিতে টানা দ্বিতীয় সেঞ্চুরির পর তিলকের উড়ন্ত উদ্‌যাপন
বিসিসিআই

আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি

রানের হিসেবে টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার (শীর্ষ ৩)

দক্ষিণ আফ্রিকার হতাশামাখা এক রাত
এএফপি

৮৬

ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের ৮৬ রানের জুটি টি–টোয়েন্টিতে পঞ্চম উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।

সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী
ইনস্টাগ্রাম

১২

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই সিরিজে ১২ উইকেট নিয়েছেন, যা চার বা এর চেয়ে কম ম্যাচের দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে যেকোনো বোলারের সর্বোচ্চ।