সিরিজ জয়ের চ্যালেঞ্জ ‘উপভোগ করছে’ বাংলাদেশ

নেপিয়ারে প্রথম টি–টোয়েন্টি জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশএএফপি

নেপিয়ারে তিন দিনের ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর গতকাল জিতেছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আজ সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

আরও পড়ুন

আগামীকাল মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। আজ নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুই ভ্রমণ করায় দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সুযোগ থাকছে না নাজমুলদের। বিশ্রাম নিয়েই দিনটা পার করবেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।

দলের সহকারী কোচ নিক পোথাসও সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের বিষয়টি জানিয়ে বলেছেন, ‘আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না, তা জরুরি নয়, বিশ্রাম নেওয়াটা জরুরি। সব সময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে, এমন নয়।’

বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস
প্রথম আলো ফাইল ছবি

তবে পরের ম্যাচগুলোর জন্য সব ধরনের মানসিক প্রস্তুতি আছে বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে হারের পর যে কিউইরা ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকবে, তা জানা নাজমুলদের। নিউজিল্যান্ড সেরা ছন্দে ফিরলে কী হতে পারে, সেটা তো বহুবার দেখেছে বাংলাদেশ।

আরও পড়ুন

পোথাসও তা মনে করিয়ে দিলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন, শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের দুই বল কী হবে, তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল।’

পোথাস এটাও জানিয়েছেন, বাংলাদেশ সে চ্যালেঞ্জকে চাপ হিসেবে নিচ্ছে না, বরং উপভোগ করছে, ‘এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।’

সিরিজ জয়ের চ্যালেঞ্জকে চাপ হিসেবে দেখছে না বাংলাদেশ দল
এএফপি

এবারের নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ খেলছে অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই। ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিম ছাড়া সেই অর্থে অভিজ্ঞদের কেউই ছিল না। টি-টোয়েন্টি দল তো আরও তরুণ। নাজমুলদের এই দলটাই দু-তিন বছরে আরও পরিণত হবে বলে মনে করেন পোথাস, ‘আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী দু–তিন বছর খেলতে থাকে, দেখিয়ে দেবে তারা কী করতে পারে।’

আরও পড়ুন