মাঠে ফেরার প্রস্তুতিতে নেমে পড়েছেন তামিম

তামিম ইকবাল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেপ্রথম আলো

পেশাদার ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে, ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ছয় মাসের লম্বা বিরতির পর তামিম ইকবাল আবারও প্রস্তুতি নিচ্ছেন মাঠে ফেরার। আপাতত উপলক্ষ আসন্ন বিপিএল।

দুই দিন ধরে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন। আজ ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি তামিম মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনও করেছেন।

আরও পড়ুন

গত মাসে বাংলাদেশ দলের ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম। সফর চলাকালেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের প্রেস বক্সে সাংবাদিকদের তিনি বিপিএল দিয়ে খেলায় ফেরার ইচ্ছার কথা বলেছিলেন।

গতবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে এবারও বিপিএলে খেলবেন এই বাঁহাতি ওপেনার। তবে তামিমকে অবশ্য খেলতে দেখা যেতে পারে আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগের আগেই।

চলমান জাতীয় ক্রিকেট লিগের চার দিনের প্রতিযোগিতা শেষ হলেই শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের হয়ে তামিমের খেলার সম্ভাবনা আছে। দলের ম্যানেজার রেজাউল করিম প্রথম আলোকে বলেছেন, ‘আমরা খেলোয়াড় তালিকায় তার নাম দিয়েছি। তার খেলার সম্ভাবনাও আছে। আরও কিছুদিন পর এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।’

আরও পড়ুন

তামিম সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন তিনি। তাঁর সর্বশেষ টেস্ট একই বছরের এপ্রিলে, আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম সর্বশেষ ছোট সংস্করণের ক্রিকেটে খেলেছেন ২০২০ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।