চট্টগ্রামে সাকিব, ঢাকায় মোস্তাফিজ, বরিশালে হৃদয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট আগামীকাল সোমবার। সেই ড্রাফটের আগে আজ ড্রাফটে নাম লেখানো খেলোয়াড়দের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া সাতটি ফ্র্যাঞ্চাইজি যেসব খেলোয়াড়ের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ও আগের যেসব খেলোয়াড়দের ধরে রেখেছে, তাঁদের তালিকাও আলাদাভাবে প্রকাশ করেছে।

আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা নিয়ে শঙ্কা না কাটলেও এরই মধ্যে তিনি নতুন ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে চুক্তি করে ফেলেছেন। চট্টগ্রামের দলটি জাতীয় দলের বাঁহাতি পেসার শরীফুল ইসলামকেও দলে টেনেছে। এ ছাড়া ছয়জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গেও সরাসরি চুক্তি করেছে দলটি। এই ছয়ের তিনজনই পাকিস্তানের—উসমান খান, হায়দার আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দুজন শ্রীলঙ্কার—অ্যাঞ্জেলো ম্যাথুস ও বিনুরা ফার্নান্ডো। এ ছাড়া ইংল্যান্ডের মঈন আলীও আছেন চট্টগ্রামের দলটিতে।

নতুন আরেক ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও ওপেনার তানজিদ হাসানকে। আরেক নতুন দল দুর্বার রাজশাহী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং অলরাউন্ডার জিশান আলমকে সরাসরি দলে টেনে চমক উপহার দিয়েছে। দলটি চুক্তি করেছে এনামুল হক বিজয়ের সঙ্গেও।

সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সে খেলেছেন সাকিব আল হাসান
প্রথম আলো

টিকে থাকা পুরোনো চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে ফরচুন বরিশাল দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে ধরে রেখেছে, নতুন চুক্তি করেছে তাওহিদ হৃদয়ের সঙ্গে। সিলেট স্ট্রাইকার্স জাকের আলীকে দলে টেনেছে, ধরে রেখেছে তানজিম হাসান ও জাকির হাসানকে। খুলনা টাইগার্স দলে টেনেছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে, ধরে রেখেছে আফিফ হোসেন ও নাসুম আহমেদকে। রংপুর রাইডার্স সরাসরি চুক্তি করেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে, ধরে রেখেছে নুরুল হাসান ও শেখ মেহেদী হাসানকে।

আরও পড়ুন

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন, ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলা মাহমুদউল্লাহ, উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাস, লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার তাসকিন আহমেদের ভাগ্য নির্ধারিত হবে আজকের ড্রাফটে। এই পাঁচজনই আছেন ‘এ’ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির মোট খেলোয়াড় ১২ জন। তাঁদের সর্বোচ্চ মূল্য ৬০ লাখ টাকা। মোট ছয়টি ক্যাটাগরিতে ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৯৮ জন খেলোয়াড়।

মঈন আলী এবার খেলবেন চিটাগং কিংসে
প্রথম আলো

ড্রাফটে পাঁচটি ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৪৪০ জন বিদেশি খেলোয়াড়। ৭০ হাজার মার্কিন ডলারের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ডেভিড ম্যালান, কার্লোস ব্রাফেট, অ্যালেক্স হেলস, পাতুম নিশাঙ্কা, মার্টিন গাপটিল ও সাইম আইয়ুবের মতো ক্রিকেটার।

সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ড্রাফট। টুর্নামেন্ট শুরু হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

আরও পড়ুন
সরাসরি চুক্তিবদ্ধ ও ধরে রাখা খেলোয়াড়

ঢাকা ক্যাপিট্যালস

সরাসরি চুক্তি
মোস্তাফিজুর রহমান (৬০ লাখ টাকা), তানজিদ হাসান (৪০ লাখ)

চিটাগং কিংস

সরাসরি চুক্তি
সাকিব আল হাসান (৬০ লাখ), শরীফুল ইসলাম (৬০ লাখ)
সরাসরি চুক্তি (বিদেশি খেলোয়াড়)
মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্ডো।

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি
তাওহিদ হৃদয় (৬০ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
তামিম ইকবাল (৬০ লাখ), মুশফিকুর রহিম (৬০ লাখ)

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি
জাকের আলী (৪০ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
তানজিম হাসান (৪০ লাখ), জাকির হাসান (২৫ লাখ)

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি
মেহেদী হাসান মিরাজ (৬০ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
আফিফ হোসেন (৪০ লাখ), নাসুম আহমেদ (২৫ লাখ)

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি
মোহাম্মদ সাইফউদ্দিন (২৫ লাখ)
ধরে রাখা খেলোয়াড়
নুরুল হাসান (৪০ লাখ), শেখ মেহেদী হাসান (৪০ লাখ)

দুর্বার রাজশাহী

সরাসরি চুক্তি
এনামুল হক (৪০ লাখ), জিশান আলম (২০ লাখ)

আরও পড়ুন