রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়কত্ব দিল মুম্বাই
রোহিত শর্মা নন, আইপিএলের সামনের আসরে মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। আজ ৩০ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডারকে অধিনায়ক ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মাধ্যমে মুম্বাইয়ে রোহিতের সাফল্যময় নেতৃত্বের অবসান ঘটেছে। সর্বশেষ ১১ মৌসুমে রোহিতের অধীন ৫ বার আইপিএল জিতেছে মুম্বাই।
২০১৫ সালে মুম্বাইয়ের হয়েই আইপিএল অভিষেক পান্ডিয়ার। তবে সর্বশেষ দুই আসরে ছিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক। দুই আসরেই ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে গুজরাট। গত মাসে আবারও মুম্বাইয়ে ফেরেন পান্ডিয়া। এবার পেলেন নেতৃত্বও।
অধিনায়ক পরিবর্তনের বিষয়ে মুম্বাই ইন্ডিয়ানসের গ্লোবাল হেড অব পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে এক বিবৃতিতে বলেন, ‘এটা উত্তরাধিকার তৈরি এবং মুম্বাই ইন্ডিয়ানসের ভবিষ্যৎ–প্রস্তুতির যে দর্শন, সেটিরই অংশ। মুম্বাই ইন্ডিয়ানস সেই প্রথম থেকেই শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও রিকি পন্টিং হয়ে রোহিত পর্যন্ত অসাধারণ সব নেতৃত্ব পেয়েছে, যাঁরা সমসাময়িক সাফল্যে অবদান রাখার পাশাপাশি দলের ভবিষ্যৎ জোরালো করতে সব সময়ই ভূমিকা রেখেছেন। একই দর্শনে সংগতি রেখে ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।’
রোহিত মুম্বাইয়ের অধিনায়ক হন ২০১৩ আসরের মাঝামাঝিতে। পাঁচটি ট্রফি নিয়ে তিনি এখন যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। অপরজন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। রোহিত নিজেকে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাঁর নেতৃত্বেই মুম্বাই সমর্থকপ্রিয় দলের একটি হয়ে উঠেছে। সামনেও রোহিত তাঁর অভিজ্ঞতার মাধ্যমে মুম্বাইকে মাঠে ও মাঠের বাইরে সহায়তা করে যাবেন বলে আশা প্রকাশ করা হয়।
রোহিতের জায়গায় পান্ডিয়ার অধিনায়কত্ব করা অবশ্য নতুন কিছু নয়। ভারতের টি–টোয়েন্টি দলে রোহিতের অনুপস্থিতিতে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া। রোহিত নেতৃত্ব ছেড়ে দিলে স্থায়ীভাবে পান্ডিয়াই ভারতের অধিনায়ক হবেন বলে মনে করেন অনেকে। তবে এবার রোহিত থাকা অবস্থায়ই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা হতে যাচ্ছে পান্ডিয়ার।