চ্যাম্পিয়নস ট্রফির খেলা কোন চ্যানেলে ও কোন অ্যাপে দেখবেন
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর মাত্র চার দিন। মাঠে খেলা দেখবেন নাকি টিভির পর্দায়, সে সিদ্ধান্ত এত দিনে আপনার নিয়ে নেওয়ার কথা। মাঠে না গিয়ে কিংবা যেতে না পেরে ঘরে, অফিস বা যেকোনো জায়গায় যদি পর্দায় খেলা দেখার সিদ্ধান্ত নেন, সেটা দেখবেন কোথায়? চ্যাম্পিয়নস ট্রফির বিস্তারিত সম্প্রচার পরিকল্পনায় আজ এ তথ্য জানিয়েছে আইসিসি।
বাংলাদেশে থাকলে খেলা দেখতে পারবেন তিনটি জায়গায়। টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশনের সঙ্গে ডিজিটালি টফি অ্যাপেও খেলা দেখা যাবে। টেলিভিশনগুলোতে অবশ্য বিজ্ঞাপন চলছে অনেক দিন ধরেই। টফি অ্যাপেও আছে চ্যাম্পিয়নস ট্রফির বিজ্ঞাপন।
ভারতে ডিজিটালি খেলা দেখা যাবে জিও স্টারে। টেলিভিশনে দেখতে চাইলে স্টার ও নেটওয়ার্ক ১৮–এর চ্যানেলগুলোতে চোখ রাখতে হবে। এ ছাড়া বিশ্বের ৮০টির বেশি অঞ্চলে ICC.tv-এর মাধ্যমে খেলা দেখা যাবে। পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টস খেলা সম্প্রচার করবে। অনলাইনে দেখতে চাইলে মাইকো ও তামাশা অ্যাপে খেলা দেখতে হবে।
আইসিসি নিজেও সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। আইসিসির ম্যাচ সেন্টারে পাওয়া যাবে প্রতিটি ম্যাচের বিনা মূল্যে অডিও সম্প্রচার। একই সঙ্গে icc-cricket.com-এ পাওয়া যাবে বল-বাই-বল লাইভ কমেন্টারি। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে প্রতিটি ম্যাচের লাইভ রেডিও সম্প্রচারও করবে আইসিসি, যা বিশ্বব্যাপী বিনা মূল্যে শোনা যাবে।
চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির প্রথম কোনো টুর্নামেন্ট হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মের ১৬টি ফিডে ৯টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে—ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ১৯ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।