ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান এখন ভারতের নিচে
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান। তবে এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কার কাছে হার বাবর আজমের দলকে নামিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে। ৯ সেপ্টেম্বর পর্যন্তও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ছিল পাকিস্তান।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের আগেই শীর্ষ স্থান হারিয়ে ফেলেছিলেন বাবররা। এরপর ভারত ও শ্রীলঙ্কার কাছে হার দলটিকে নামিয়ে দিয়েছে তিন নম্বরে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন শীর্ষ স্থানে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রোহিত শর্মার ভারত। বর্তমানে অস্ট্রেলিয়ার রেটিং ১১৮। দুইয়ে থাকা ভারত পিছিয়ে ২ রেটিং পয়েন্টে। আর পাকিস্তানের রেটিং ১১৫।
অস্ট্রেলিয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান আরও কিছুদিন ধরে রাখার সম্ভাবনাই বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে হারলেও এর আগের দুই ওয়ানডেতে জিতেছে অস্ট্রেলিয়া। বাকি ২ ম্যাচে জিতলে স্বাভাবিকভাবেই ভারত-পাকিস্তানের সঙ্গে পয়েন্টের পার্থক্য বেড়ে যাবে। আর হারলে পয়েন্ট কমে যাবে। এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলছে অস্ট্রেলিয়া। সম্ভাবনা আছে ভারতেরও। অস্ট্রেলিয়া যদি ম্যাচগুলো হারে, তাহলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাওয়ার কথা ভারতের।
শীর্ষ স্থানে থেকে কোন দল বিশ্বকাপে যাবে, তা নির্ধারিত হতে পারে ভারত–অস্ট্রেলিয়া সিরিজে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ভারত–অস্ট্রেলিয়ার মতো এশিয়া কাপের পর বিশ্বকাপের আগে আর কোনো সুযোগ পাচ্ছে না পাকিস্তান। মূল টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা, তবে সেগুলোর ওয়ানডে মর্যাদা থাকবে না বলে র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলবে না। তাই বিশ্বকাপের আগে তাদের শীর্ষ স্থানে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
এর আগে চলতি বছরের মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেন বাবররা। তবে দুই দিন পরই তাঁদের দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছিল। এবারও বেশি দিন শীর্ষ স্থানে থাকতে পারল না বাবরের পাকিস্তান।