রোহিতকে আউট করে অধিনায়ক কামিন্সের নতুন কীর্তি
অফ স্টাম্পের বেশ বাইরের বল। চাইলেই ছেড়ে দেওয়া যায়। রোহিত শর্মা ছাড়ার চিন্তা তো করলেনই না, লেগ সাইডে টেনে পুল খেলতে চাইলেন। সেটাও পুরোপুরি খেলতে পারলেন না। বল উঠল আকাশে, মিড অনে সহজ ক্যাচ স্কট বোল্যান্ডের হাতে।
এমন সস্তা আউটে রোহিতের দায় বেশি হলেও বড় এক কীর্তিতেই নাম লিখিয়েছেন বোলার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়ক এ নিয়ে পঞ্চমবার ভারত অধিনায়ককে আউট করলেন। টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এর চেয়ে বেশিবার আউট করতে পারেননি।
আজ মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে রোহিত ফিরেছেন ৫ বলে ৩ রান করে। এ নিয়ে টেস্টে সর্বশেষ আট ইনিংসেই ১৮ বা এর কম রানে আউট হলেন রোহিত। ভারতের অভিজ্ঞ এই ব্যাটসম্যান কামিন্সের বলে আউট হয়েছেন সপ্তমবারের মতো। এর মধ্যে ৫ বারই দুজন অধিনায়ক থাকাবস্থায়।
টেস্ট ক্রিকেট রোহিতের আগে দুজন অধিনায়ককে অন্য অধিনায়কের বলে ৫ বার আউট হতে দেখেছে। দুটিই ক্রিকেটের সেরা দুই দ্বৈরথের মধ্যে। অস্ট্রেলিয়া–ইংল্যান্ড লড়াইয়ে ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর ভারত–পাকিস্তান লড়াইয়ে পাকিস্তানের ইমরান খানের বলে ৫ বার আউট হয়েছিলেন সুনীল গাভাস্কার। বিংশ শতাব্দীর দুই অধিনায়ক–জুটির সঙ্গে এবার যোগ হয়েছেন রোহিত–কামিন্স।
রোহিতের আরও একবার কামিন্সের শিকার হওয়ার ইনিংসে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় দিনের চা বিরতির সময় ভারতের রান ২ উইকেটে ৫১। রোহিতের পর লোকেশ রাহুলের উইকেটও তুলে নিয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ৪৭৪ রান।