২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কেন সব স্মারক বেচে দিলেন বোথাম

ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামছবি: এএফপি

গত মাসেই জানা গিয়েছিল ক্যারিয়ারে অর্জিত অনেক পুরস্কার ও স্মারক বেচে দেবেন স্যার ইয়ান বোথাম। কাল সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, লন্ডনে সারের হোমগ্রাউন্ড ওভালের লং রুমে আয়োজিত নিলামে ২০০–এর বেশি স্মারক বেচে দিয়েছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি অলরাউন্ডার। ১৯৮১ সালের অ্যাশেজ, যেটা ‘বোথামের অ্যাশেজ’ নামে খ্যাত, সেই সিরিজে জেতা কিছু পুরস্কারও বেচেছেন বোথাম।

আরও পড়ুন

সেই সিরিজে এজবাস্টনে চতুর্থ টেস্টে মাত্র ১ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট নিয়েছিলেন বোথাম, ইংল্যান্ড তাতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছিল। সেই ম্যাচের বলটি স্মারক হিসেবে রেখে দিয়েছিলেন বোথাম। ২০ হাজার পাউন্ডে বলটি বিক্রি করেছেন।

হেডিংলিতে তৃতীয় টেস্টের একটি স্টাম্পও রেখে দিয়েছিলেন, ‘হেডিংলি ৮১’ নামের সেই স্টাম্প বোথাম বিক্রি করেছেন ১১ হাজার ডলারে। সেই টেস্টে ফলোঅনে নামা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন বোথাম। পরে বব উইলিসের বিধ্বংসী বোলিংয়ে (৮/৪৩) ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জিতেছিল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া বোথাম ইংল্যান্ডের প্রথম ইনিংসেও ফিফটি তুলে নেওয়ায় ম্যাচসেরা হয়েছিলেন। ম্যাচসেরার সেই পদক ১৯ হাজার পাউন্ডে বিক্রি করেছেন বোথাম।

তবে আশ্চর্যের বিষয়, নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া স্যুভেনিরটির সঙ্গে ক্রিকেটের কোনো যোগসূত্র নেই। ম্যানচেস্টার ইউনাইটেড ও উত্তর আয়ারল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্যামি ম্যাকইলরয় ১৯৭৭ চ্যারিটি শিল্ডে লিভারপুলের বিপক্ষে খেলেছিলেন। সেই ম্যাচে ইউনাইটেডের যে জার্সি পরে মাঠে নেমেছিলেন ম্যাকইলরয়, সেটি তিনি পরে বোথামকে দিয়েছিলেন। সেই জার্সি বিক্রি হয়েছে ২৩ হাজার পাউন্ডে। নিলামের আগে এর প্রাক্কলিত দাম ধরা হয়েছিল ৩ হাজার পাউন্ড।

আরও পড়ুন

ইংল্যান্ড টেস্ট দলের ব্লেজার, সমারসেটের টুপিও বেচে দিয়েছেন বোথাম। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালান বোর্ডারের দেওয়া ‘ব্যাগি গ্রিন’ টুপি বিক্রি হয়েছে ১৩ হাজার পাউন্ডে। ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের যে নীল রঙের জার্সিটি পরেছিলেন, সেটিও বেচেছেন ১১ হাজার ডলারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, বোথাম বাসায় এমন স্যুভেনির সংখ্যা কমাতে পুরস্কার ও স্মারকগুলো নিলামে তুলেছেন। এই নিলাম পরিচালনা করছে নরফোক অঞ্চলের নাইটস অকশনার্স। নিলামকারী টিম নাইট বলেছেন, ‘লর্ড বোথামের নামের সঙ্গে জাদু আছে এবং যেটার চুম্বক অংশ হতে পারে ১৯৮১ অ্যাশেজ, যা আমরা বোথামের অ্যাশেজ বলে জানি।’

১৯৮১ এজবাস্টন টেস্টের বল। এই স্মারকও বিক্রি করেছেন বোথাম
ছবি: টুইটার

ইংল্যান্ডের হয়ে ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে নিজেকে কিংবদন্তি অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন ৬৭ বছর বয়সী বোথাম। ১০২ টেস্টে ৫২০০ রান করা সাবেক এই পেস অলরাউন্ডার ১৪টি সেঞ্চুরি ও ২২টি ফিফটি তুলে নিয়েছেন। ১১৬ ওয়ানডেতে ২১১৩ রান করলেও সেঞ্চুরি নেই। টেস্টে বল হাতে ৩৮৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছিলেন, যা পরে ভেঙে যায়। ১২০টি ক্যাচ নিয়েছেন, যার মধ্যে স্লিপে কিছু দারুণ ক্যাচও আছে। অবসর নেওয়ার পর ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি ক্রিকেট ধারাভাষ্যকার ও কলাম লেখক হিসেবেও সুনাম কামিয়েছেন বোথাম।

আরও পড়ুন