স্পিনে সেরা, ব্যাটিংয়ে আক্রমণই শেষ কথা কলকাতার

কলকাতা কি শিরোপা ধরে রাখতে পারবে?এএফপি
আরও একটা আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট–বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...

অধিনায়ক: অজিঙ্কা রাহানে
কোচ: চন্দ্রকান্ত পণ্ডিত
মেন্টর: ডোয়াইন ব্রাভো
শিরোপা: ৩টি (২০১২, ২০১৪ ও ২০২৪)

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড

স্কোয়াড: ২১ জন
ভারতীয়: ১৩ জন
বিদেশি: ৮ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হর্ষিত রানা, রমনদীপ সিং

নিলামে কেনা: ভেঙ্কটেশ আইয়ার, আনরিখ নর্কিয়া, কুইন্টন ডি কক, অংকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী, বৈভব অরোরা, রোভমান পাওয়েল, অজিঙ্কা রাহানে, মনীশ পান্ডে, অনুকূল রয়, লুবনিত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে

*উমরান মালিকের চোটে দলে এসেছেন চেতন সাকারিয়া।

শক্তি

● গতবারের দল প্রায় অপরিবর্তিত। অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে হারানোটা অবশ্যই বড় ব্যাপার, তবে কলকাতাতেই আছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার ও হর্ষিত রানা। মানে অনেকটা গতবারের চ্যাম্পিয়ন দল নিয়েই মাঠে নামবে কলকাতা।

রাসেল হাসলে হাসবে কলকাতা
কলকাতা নাইট রাইডার্স

● কলকাতার ব্যাটিংয়ে আক্রমণই শেষ কথা। ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে আছেন সুনীল নারাইন। মানে ঝড় উঠবে প্রথম বল থেকেই। এর পরের ব্যাটিং লাইনআপ ঠিক করবে ম্যাচ পরিস্থিতি। দ্রুত উইকেট পড়লে উইকেটে আসতে পারেন অজিঙ্কা রাহানে অথবা ২৩ কোটি রুপির ভেঙ্কটেশ আইয়ার। এরপর অংকৃশ রঘুবংশী, রিংকু সিং, রমনদিপ আর আন্দ্রে রাসেল তো আছেনই। একজন আউট হলে আরেকজন মারতে শুরু করবেন। পালাবেন কোথায়?

২৩ কোটি রুপির চাপ কীভাবে সামলাবেন আইয়ার?
কলকাতা নাইট রাইডার্স

গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রিংকুর ব্যাটিং অর্ডার। গত মৌসুমে নিচে খেলতে খেলতে পুরো মৌসুমে মাত্র ১১৩টি বল খেলার সুযোগ পেয়েছিলেন রিংকু। এবার শ্রেয়াস নেই, আরেকটু কি ওপরে খেলবেন এই বাঁহাতি?

● বৈচিত্র্যের বিচারে কলকাতার স্পিন আক্রমণ সম্ভবত এবারের আইপিএলের সেরা। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা বরুণ চক্রবর্তী আছেন। আছেন কোনো দিন ছন্দ না হারানো সুনীল নারাইনও। দুজনই রহস্য স্পিনার বলে ম্যাচের রং বদলে দিতে পারেন। অন্য যাঁরা দলে আছেন, নিজেদের দিনে তাঁরাও ম্যাচ উইনার। নামগুলো জেনে নিন—মায়াঙ্ক মারকান্ডে, মঈন আলী, অনুকূল রয়।

দুর্বলতা

● একটা স্পেলে প্রতিপক্ষ ব্যাটিং কাঁপিয়ে দেওয়ার মতো পেসার কই? হ্যাঁ, আনরিখ নর্কিয়া আছেন। কিন্তু প্রশ্ন থাকছেই, চোটপ্রবণ দক্ষিণ আফ্রিকান গতি তারকা কি নিজের সেরাটা দিতে পারবেন! চোটের কারণে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেননি। মাঠে ফিরবেনই আইপিএল দিয়ে। ভারতীয় পেসার হর্ষিত রানাকে তাই নিতে হবে বাড়তি দায়িত্ব।

● অধিনায়ক রাহানে নাকি ব্যাটসম্যান রাহানে! রাহানে ১৪০–এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে না পারলে অধিনায়ককে নিয়ে বিপদে পড়তে পারে কলকাতা। দিন শেষে অধিনায়ক পারফর্ম না করলে প্রশ্ন তো ওঠেই!

পরিকল্পনা আসবে এদের মাথা থেকেই
কলকাতা নাইট রাইডার্স

প্রত্যাশা ও বাস্তবতা

এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কলকাতা। দলীয় শক্তি বিবেচনায় নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখতেই পারে দলটি।
কলকাতা নাইট রাইডার্স