শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার—টানা ৬ বলে বাউন্ডারি মেরে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সকে জিতিয়েছেন নুরুল হাসান। তবে শেষ ওভারের আগেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে নাটকীয়তা কম হয়নি। ১৯তম ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন রংপুরের মেহেদী হাসান।
তবে যে অপরাধে মেহেদী আউট হয়েছেন, ফিল্ডিংয়ে বাধা দেওয়া সেই কাণ্ড ঘটিয়েছেন নুরুল। জাহানদাদ খানের বলে ক্যাচ তুলেছিলেন মেহেদী। কিন্তু বরিশাল পেসার সেটি ধরতে গেলে নুরুলের বাধায় পারেননি।
নুরুল রানের জন্য নন–স্ট্রাইক থেকে সামনের দিকে দৌড়াচ্ছিলেন। পরে আম্পায়াররা মেহেদীকে আউট দিলে তিনি মাঠ ছাড়েন। আর কাইল মায়ার্সের শেষ ওভারে ঝড় তুলে রংপুরকে ম্যাচ জিতিয়ে দেন নুরুল। কারও কারও কৌতূহল, ফিল্ডিংয়ে (এ ক্ষেত্রে ক্যাচ) বাধা দিয়েছেন নুরুল। তাহলে মেহেদী কেন আউট?
মাঠের দুই আম্পায়ার কিন্তু শুরুতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ বিষয়ে নিশ্চিত ছিলেন না। যাচাইয়ের জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে দায়িত্বে থাকা তানভীর আহমেদ জানান, জাহানদাদ ক্যাচ ধরার সময় বাধা দিয়েছেন নুরুল। এরপর সংশয় দেখা দেয়, কে আউট হয়ে মাঠ ছাড়বেন? ফিল্ড আম্পায়াররা জানান, মেহেদীকে মাঠ ছাড়তে হবে।
ব্যাটসম্যানদের মধ্যে সংশয় দেখা দিলেও আসলে নিয়মানুযায়ী মেহেদীরই মাঠ ছেড়ে যাওয়ার কথা। এমসিসি আইনের ৩৭.৩.১ ধারায় ক্যাচের ক্ষেত্রে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ সম্পর্কে বলা আছে। সেখানে লেখা, ‘যদি ডেলিভারি ‘‘নো’’ না হয়ে থাকে, তাহলে যে ব্যাটসম্যানই ক্যাচে বাধা দিক না কেন, আউট হবেন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান।’
মেহেদী আউট হওয়াতেই বরং সুবিধা হয়েছে রংপুর রাইডার্সের। ক্যাচে বাধা দেওয়ার দায়ে নুরুল আউট হলে শেষ ওভারে রংপুর জিতত কীভাবে? দর্শকও এমন রোমাঞ্চকর সমাপ্তি কীভাবে পেত?