ধোনি আর নেই সে ধোনি

এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছেছবি: বিসিসিআই

০*, ৩০*, ১৬, ৩০*—চার ম্যাচের তিনটিতেই অপরাজিত থাকার সুবাদে ব্যাটিং গড় ৭৬।

ইনিংসগুলো দেখলে মনে হবে, ফিনিশারের ভূমিকা পালন করতে নেমেছেন কেউ। ফিনিশার তো বটেই! কারণ, এই ইনিংসগুলো মহেন্দ্র সিং ধোনির।

কিন্তু ধোনি এবারের আইপিএলে ৭৬ রান করতে লাগিয়েছেন ৫৫ বল। আসরে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত চার ম্যাচেই লক্ষ্য তাড়া করতে নেমেছে; হেরেছে তিনটিতে। ম্যাচের শেষভাগে নামা ধোনির স্ট্রাইক রেট (১৩৮.১৮) ঠিক ধোনিসুলভ না হওয়াতেই চেন্নাই–ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

ধোনির ব্যাট আর আগের মতো হাসছে না
ছবি: বিসিসিআই

৪৪ ছুঁই ছুঁই ধোনি সর্বশেষ তিন ইনিংসেই থিতু হতে কিছুটা সময় নিয়েছেন। ততক্ষণে ম্যাচ চেন্নাইয়ের হাত থেকে বের হয়ে গেছে। তাহলে কি ফিনিশার ধোনি নিজেই ‘ফিনিশ’ হয়ে গেলেন?

অন্তত মনোজ তিওয়ারি সে রকমই মনে করছেন। তাঁর মতে, ২০২৩ আইপিএলের শিরোপা জিতেই অবসরে যাওয়া উচিত ছিল ধোনির। ‘বুড়ো’ বয়সেও আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে চলায় তিনি সম্মান হারাচ্ছেন।  

আরও পড়ুন

মনোজ তিওয়ারির পরিচয় একবার মনে করিয়ে দেওয়া যাক। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন। ভারত জাতীয় দল ও আইপিএলের বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপার জায়ান্টসে ধোনিকে সতীর্থ হিসেবেও পেয়েছেন। ৩৯ বছর তিওয়ারি বর্তমানে পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

মনোজ তিওয়ারি বর্তমানে পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: ফেসবুক

সেই তিওয়ারি কাল দিল্লি ক্যাপিটালের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হারের পর ক্রিকবাজকে বলেছেন, ‘আমার মনে হয়, ২০২৩ সালে আইপিএল ট্রফি জেতার পরেই তাঁর অবসর নেওয়ার সঠিক সময় ছিল। আমার কোথাও যেন মনে হচ্ছে, ক্রিকেট খেলে তিনি যে খ্যাতি, সুনাম ও শ্রদ্ধা অর্জন করেছেন, দুই বছর ধরে সেসব কিছুটা কমে যাচ্ছে।’

আরও পড়ুন

তিওয়ারির মতে, ধোনির জৌলুশ হারানো ব্যাটিং তাঁর ভক্তরাও মেনে নিতে পারছেন না, ‘তাঁকে এভাবে খেলতে দেখা ভক্তরা আর সইতে পারছে না। তিনি আগের সেই ঝলক হারিয়ে ফেলেছেন। বছরের পর বছর ধরে যে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছিলেন, বিশেষ করে চেন্নাই সমর্থকদের মধ্যে, (গতকালের) ম্যাচের পর সেই সমর্থকেরা মাঠ থেকে বেরিয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষাৎকার দিচ্ছেন। ধোনির ওপর মানুষের যে আর আস্থা নেই, এটা তারই লক্ষণ।’

গত বছর রঞ্জি ট্রফি খেলে পেশাদার ক্রিকেটকে বিদায় জানান মনোজ তিওয়ারি। ভারতের হয়ে ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে অনেক আগেই; ২০১৫ সালে। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ার না এগোনোর জন্য ধোনিকেই দায়ী করেছিলেন তিওয়ারি।

অবসরের পর তিনি বলেছিলেন, ‘আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। খেলেছিলাম, দেশকে জিতিয়েছিলাম, সেঞ্চুরি করে ম্যাচসেরাও হয়েছিলাম। কিন্তু পরের ম্যাচেই আমাকে বাদ দেওয়া হলো (সেই সময় ধোনি ভারতের অধিনায়ক ছিলেন)। আমার প্রাপ্য সুযোগ কেড়ে নেওয়া হলো। সেই দুঃখটা থেকে যাবে। ধোনির সঙ্গে আবার কখনো যদি কথা বলার সুযোগ হয়, তাহলে অবশ্যই জিজ্ঞেস করব, কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল?’

মনোজ তিওয়ারির দাবি, ধোনির ওপর থেকে ভক্তরা আস্থা হারিয়ে ফেলছেন
ছবি: বিসিসিআই

আইপিএলে চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকার ৯ নম্বরে আছে ধোনির দল।