বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন শোয়েব মালিক
বেশ কিছু দিন বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বাবরের অধিনায়কত্বের পক্ষে-বিপক্ষেও ভাগ হয়ে গেছে অনেকে। কেউ বাবরকে অধিনায়কত্বের পক্ষে বললেও, অনেকে বাবরের অধিনায়কত্বের বিপক্ষেও অবস্থান নিয়েছেন।
কদিন আগে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ বাবরের বদলে টি-টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করার কথা বলেছেন। আরেক সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, বাবর নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি। এবার বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। মালিক মনে করেন, অধিনায়কত্ব ছাড়লে বাবর আরও অনেক রেকর্ড গড়তে পারবেন।
কেউ কেউ বাবরের নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুললেও, মালিক অবশ্য বলেছেন বাবরের ব্যাটিংয়ে উন্নতির কথা। তাঁর মতে, দুটো বিষয়কে এক জায়গায় রেখে মূল্যায়ন করা ভুল হবে। মালিক বলেছেন, ‘বাবর আজম একজন অসাধারণ ব্যাটসম্যান। কিন্তু তাঁর নেতৃত্বগুণ ও ব্যাটিং সামর্থ্যকে একই জায়গায় রেখে আমরা ভুল করছি।’
বাবরের অধিনায়কত্ব ছাড়ার সুফল সম্পর্কে বলতে গিয়ে শচীন টেন্ডুলকারের উদাহরণও টেনে আনেন। নেতৃত্ব ভুলে শচীন কীভাবে ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড গড়েছেন সেটি উল্লেখ করে মালিক বলেছেন, ‘এটা করলে তার ওপর শুধু ব্যাটিংয়ের চাপ থাকবে, যার ফলে বাবর আন্তর্জাতিক পর্যায়ে আরও অনেক রেকর্ড গড়তে পারবে।’
এর আগে পাকিস্তানে ইংরেজি সংবাদমাধ্যম অবজারভারকে ববারকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে আকিব জাভেদ বলেছেন, ‘টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর ঠিক আছে। টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া উচিত শাহিন আফ্রিদিকে। এটা করা উচিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই। সে ভয়ডরহীন ক্রিকেট খেলে। মনোভাবও অনেক ইতিবাচক।’
এদিকে বাবরের অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি নাজাম শেঠিও। বাবরের অধিনায়কত্ব নিয়ে নির্বাচক কমিটি ও জাতীয় দলের পরিচালক মিকি আর্থার সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন শেঠি, ‘এই মুহূর্তে আমরা বাবরকে অধিনায়ক হিসেবেই রাখছি। কারণ, সে আমাদের প্রধান খেলোয়াড়। তার অধিনায়কত্ব নিয়ে প্রায়ই কথা হয়। এ নিয়ে আমাদের কিছু করার নেই।’