রেকর্ডের যে পাতায় ওয়ার্নের সঙ্গে আফতাব–মাশরাফিও আছেন

শেন ওয়ার্ন, আফতাব আহমেদ ও মাশরাফি বিন মুর্তজাছবি: সংগৃহীত

লেগ স্পিনশিল্পের সবচেয়ে নিখুঁত শিল্পী ছিলেন তিনি। ব্যাটিংটাও মন্দ করতেন না। তবে ব্যাটিং নিয়ে তাঁর যদি কোনো আক্ষেপ থেকে থাকে, সেটা হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারে একবার ৯৯ রানে আউট হয়ে যাওয়া।

কার কথা বলা হচ্ছে, হয়তো বুঝে ফেলেছেন! শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি ২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তাঁর ৯৯ রানের ইনিংসটাই আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ।

অবশ্য সেই ইনিংসে ওয়ার্ন ১ রান কম করাতে ভালোই হয়েছে। নয়তো কি আর এই তালিকায় সবার ওপরে থাকতেন! কোন তালিকা? আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে যে ওয়ার্নের নাম।

ব্যাটিংও ভালোই পারতেন শেন ওয়ার্ন
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ার্নের রান ৪১৭২। এর মধ্যে ৪১৭০ রান অস্ট্রেলিয়ার হয়ে। ২০০৫ সালে আইসিসি বিশ্ব একাদশের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে ২ রানে অপরাজিত ছিলেন।

সেঞ্চুরি ছাড়াই ওয়অর্ন ৪১৭২ রান করেছেন টেস্ট ও ওয়ানডে মিলিয়ে। আন্তর্জাতিক টি–টোয়েন্টি আসার দুই বছর পর অবসরে গেলেও অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে কখনো খেলেননি।

সেঞ্চুরি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান

৩৭৮৬ রান নিয়ে এই তালিকায় দুইয়ে আছেন কলিন্স ওবুয়া। কেনিয়ার এই অলরাউন্ডার প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেছেন গত বছর। ওবুয়া সর্বোচ্চ ৯৮ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

শীর্ষ পাঁচে এক বাংলাদেশিও আছেন, শীর্ষ দশে আছেন আরেকজন। তর্কসাপেক্ষে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২৯৬১ রান নিয়ে আছেন পাঁচ নম্বরে, আফতাব আহমেদ ২৭৬৪ রান করে আছেন নবম স্থানে। বাংলাদেশের ক্রিকেটে হার্ড হিটার হিসেবে পরিচিতি পাওয়া আফতাব সেঞ্চুরিবিহীন সব রান দেশের হয়ে করলেও মাশরাফি দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে।

মিচেল স্টার্কও একবার ৯৯ রানে আউট হয়েছিলেন
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বর্তমান ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রান মিচেল স্টার্কের। অস্ট্রেলিয়ার সর্বজয়ী এই পেসার ব্যাট হাতে এখন পর্যন্ত করেছেন ২৮৬৫ রান; সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসটি ২০১৩ সালে মোহালি টেস্টে ভারতের বিপক্ষে।

বিস্ময়কর মনে হলেও সত্যি, টেস্টে স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলির সর্বোচ্চ রানের ইনিংসটিও ৯৯!