২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাবর–রিজওয়ানদের জন্য বিশ্বকাপে ভিভ রিচার্ডসকে চায় পাকিস্তান

ভিভ রিচার্ডসএএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে কিংবদন্তি ভিভ রিচার্ডসকে চায় পাকিস্তান। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ভিভ রিচার্ডসকে পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এরই মধ্যে আলোচনা শুরু করেছে।

পিসিবির একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন, পিসিবি ও ভিভ রিচার্ডসের মধ্যে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে প্রথম পর্বের ৪ ম্যাচ পাকিস্তান খেলবে যুক্তরাষ্ট্রে। প্রথম পর্ব পার হলে পাকিস্তানের ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজে। ভিভ রিচার্ডসকে এই ওয়েস্ট ইন্ডিজ অংশের জন্য খুব করে চায় পিসিবি।

আরও পড়ুন

সেই সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান। সেখানে বলা হয়েছে, ‘রিচার্ডস যেভাবে কোয়েটা গ্লাডিয়েটরসের মেন্টর হিসেবে কাজ করেছেন, তাঁর কাজে পিসিবি খুবই মুগ্ধ। পিসিবি এই সুবিধাটুকু নিতে চায়, বিশেষ করে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ অংশে।’ দীর্ঘদিন পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটরসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন রিচার্ডস।

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে
পিসিবি

ভিভ রিচার্ডসকে মেন্টর হিসেবে পেতে পাকিস্তানের বড় বাধা বিশ্বকাপে কিংবদন্তি এই ক্রিকেটারের মিডিয়া কমিটমেন্ট। তবে এর সমাধান খুঁজছে পিসিবি, ‘বোর্ড খুব করেই রিচার্ডসকে মেন্টর হিসেবে পেতে চায়, তাই তারা সমাধান খুঁজছে। কিন্তু তিনি এখনো রাজি হননি।’

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের অন্য তিন প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড।

পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তারা আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছিল, এই ১৮ জন থেকে ৩ জন কমিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড সাজানো হবে।

আরও পড়ুন