এত দিন পর কেন ‘বোমা’ ফাটালেন নাজমূল

বিসিবির পরিচালক নাজমূল আবেদীনপ্রথম আলো

ঘটনা বিপিএল শুরুর দিনের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবি পরিচালক নাজমূল আবেদীনকে অনেকের সামনে কিছু একটা বলেন, যাতে অসন্তুষ্ট হন নাজমূল। এ নিয়ে সেদিন তাৎক্ষণিক ফারুককে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি, সংবাদমাধ্যমেও কোনো বক্তব্য দেননি। তাহলে প্রায় এক সপ্তাহ পর আজ কেন হঠাৎ এ নিয়ে সংবাদমাধ্যমে ‘বোমা’ ফাটালেন নাজমূল!

এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে নাজমূল আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এত দিন বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কারণ, আমি চাইনি বোর্ডের ভেতরের বিষয় বাইরে জানাজানি হোক। কিন্তু অনেকে দেখলাম এটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন, তাঁরা জানতে চাইছেন সভাপতি কেন আমাকে ও রকম কথা বলেছেন। তখন বুঝলাম বিষয়টি জানাজানি হয়েছে, কেউ এটা বাইরে বলেছে। কাজেই আমি মনে করেছি, আমার অবস্থানটাও জানানো দরকার। কী হচ্ছে না হচ্ছে বলা দরকার।’

আরও পড়ুন

বিপিএলের প্রথম দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলম দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ আছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এর সত্যতার ব্যাপারে আভাস দিয়েছেন ফারুকও।

আমি এত দিন বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কারণ, আমি চাইনি বোর্ডের ভেতরের বিষয় বাইরে জানাজানি হোক।
নাজমূল আবেদীন

সংবাদমাধ্যমে নাজমূল আবেদীনের দেওয়া বক্তব্যের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফারুক একপর্যায়ে বলেছেন, ‘সেদিন ওপেনিং সিরিমনি (বিপিএলের) ছিল, উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, টিকিটের চাপ ছিল। সব মিলে দিনটা আমার জন্য ভালো ছিল না। আপনারা জানেন প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছিল। এ নিয়ে আমি মন্তব্য করিনি, এখনো করছি না। তবে ঘটেছিল।’

পরে যোগ করেন, ‘তখন কার সঙ্গে কী বলেছি, হয়তো আমার মনেও নেই। তবে একটা প্রতিষ্ঠানে মতের অমিল হওয়াটা খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো যখন আগে প্রেসে চলে আসে, তখন দোষের। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ
প্রথম আলো

নাজমূল আবেদীন জানিয়েছেন প্রেসিডেন্ট বক্সের ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে তিনি নিশ্চিত করেছেন, সেদিনই পরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতির অফিসকক্ষে নিজের আচরণের জন্য ফারুক আহমেদের কাছে দুঃখ প্রকাশ করতে আসেন মাহফুজ। ওই সময় সেখানে তাঁর সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের লোকজন ছিলেন। ছিলেন নাজমূল আবেদীনও। তখন মাহফুজের সঙ্গে কথা বলতে বলতে একপর্যায়ে তাঁকে উদ্দেশ্য করে একটা মন্তব্য করেন ফারুক।

আরও পড়ুন

মন্তব্যটি কী, তা অবশ্য জানাননি নাজমূল আবেদীন। তবে বলেছেন, ‘আমি জানি না কেন তাঁদের (ফারুক ও মাহফুজ) কথোপকথনের মধ্যে হঠাৎ আমার প্রসঙ্গ চলে এল! হঠাৎ আমাকে উদ্দেশ্য করে কেন এটা বলা হলো! আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা।’

বিসিবির স্থায়ী কমিটি গঠন–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজমূল নিশ্চিত করেছেন, সর্বশেষ বোর্ড সভায় সক্রিয় পরিচালকদের মধ্যে কিছু কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তাঁকে দেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা ও মহিলা উইং প্রধানের দায়িত্ব। তবে নাজমূল বলেছেন, ‘এ ব্যাপারে কেন আনুষ্ঠানিক ঘোষণা আসছে না, তা আমার জানা নেই।’