ভারত কেন পাকিস্তানে খেলতে চায় না, জানতে চেয়ে আইসিসিকে পিসিবির চিঠি

চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি–মার্চে হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তান দল না পাঠানোর সিদ্ধান্তে অনড়আইসিসি

এবার শুরু হয়েছে চিঠি চালাচালি! আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য এখন অনেকটাই অনিশ্চিত। আইসিসিকে চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না তারা। ভারতের সেই সিদ্ধান্তের কথা আইসিসি আবার চিঠি দিয়ে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

এবার পিসিবি আইসিসিকে দিয়েছে চিঠি। সেই চিঠিতে তারা জানতে চেয়েছে, ভারত দলের পাকিস্তানে খেলতে যেতে না চাওয়ার আসল কারণ কী? পিসিবির এক সূত্রের বরাত দিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার খবরটি আজ দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি ভারত ক্রিকেট দল। এবার তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতে না যাওয়ার কারণ হিসেবে বলেছে ‘নিরাপত্তাঝুঁকি’র কথা। এ বছরের গোড়ার দিকে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, ভারত সরকার অনুমতি দিলেই বিসিসিআই পাকিস্তানে দল পাঠাবে।

এক দশক ধরে ভারত–পাকিস্তান শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয়। ছবিটি ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে তোলা
রয়টার্স

সূত্র বলছে, আইসিসি পিসিবিকে গত বছরের এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেল’-এ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তাব দিয়েছে, যেখানে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। আবার এ–ও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত পাকিস্তান যদি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে না চায়, তাহলে সেটা দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরাতেও হতে পারে।

পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে ভারতের অনড় সিদ্ধান্ত জানার পর পিসিবি বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছে। জিও নিউজ পিসিবি সূত্রের উল্লেখ করে জানিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করার ব্যাপারে অনড় পাকিস্তান।

আরও পড়ুন

আবার টুর্নামেন্ট যদি পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়, তাহলে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে না–ও খেলতে পারে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্যে কী লেখা আছে, এখনো ঠিক বলা যাচ্ছে না।

অনেকেই বলছে, শেষ পর্যন্ত টুর্নামেন্ট যদি পাকিস্তানে হয় এবং ভারত অংশ না নেয়, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি থেকে আইসিসির আয় অনেকটাই কমে যাবে। পিসিবি বলছে, পাকিস্তান না খেললেও একই অবস্থা হবে। এ ব্যাপারে জিও নিউজকে পিসিবির সূত্র বলেছে, ‘ভারতের অংশগ্রহণ যদি আইসিসির আয়ে ভূমিকা রাখে, তাহলে এ ব্যাপারে পাকিস্তানের ভূমিকাও তো গুরুত্বপূর্ণ। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

আরও পড়ুন