বিপিএল: ১০০, হ্যাটট্রিক, খরুচে বোলিং, ৫ ক্যাচ—এক ম্যাচেই যত রেকর্ড

উইল জ্যাকসকে ঘিরে কুমিল্লার উল্লাস। এ ম্যাচে একাই ৫টি ক্যাচ নেন জ্যাকসশামসুল হক

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই কুমিল্লা ছুঁয়েছে বিপিএলে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। উইল জ্যাকস পেয়েছেন শতক, পরে নিয়েছেন ৫ উইকেট। এ ম্যাচেই আবার সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন আল-আমিন হোসেন। পরে আবার হ্যাটট্রিকও করেছেন মঈন আলী। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে কুমিল্লার ম্যাচটি ছিল রেকর্ডময়—

২৩৯/৩

যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ স্কোর এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের। এর আগে ২০১৯ সালে চট্টগ্রামেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান তুলেছিল রংপুর রাইডার্স।

বিপিএলে সর্বোচ্চ স্কোর

চট্টগ্রাম, চট্টগ্রাম

বিপিএলে চট্টগ্রাম পর্ব মানেই বড় স্কোরের দেখা পাওয়া। এবার প্রথম ম্যাচেই কুমিল্লা গড়ল রেকর্ড সংগ্রহ। বিপিএলের ইতিহাসে ২০০ বা এর বেশি রানের স্কোর আছে ৩৩টি। এর মধ্যে চট্টগ্রামে ১৩টি। তবে বিপিএলের সর্বোচ্চ স্কোরের প্রথম ৮টিই এসেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আরও পড়ুন
২৩

জ্যাকসের শতকটি বিপিএলে ৩১তম। তিন অঙ্ক ছোঁয়া ২৩তম ব্যাটসম্যান হলেন তিনি। সবচেয়ে বেশি ৫টি শতক ক্রিস গেইলের। ২টি করে আছে চারজনের—জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস ও তামিম ইকবালের।

শতকের পর জ্যাকস
প্রথম আলো

বিপিএলে অষ্টম হ্যাটট্রিক করলেন মঈন আলী। এ মৌসুমে যেটি দ্বিতীয়। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন দুর্দান্ত ঢাকার শরীফুল ইসলাম। এর আগে এক আসরে একাধিক হ্যাটট্রিক দেখা গিয়েছিল ২০১৯ সালে। সেবার হ্যাটট্রিক করেছিলেন তিনজন—আলিস ইসলাম, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল।

৬৯/০

কুমিল্লার ঝড়ের সবচেয়ে বড়টা গেছে চট্টগ্রাম পেসার আল-আমিন হোসেনের ওপর দিয়ে। ৪ ওভারে ৬৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। বিপিএলে এখন এটিই সবচেয়ে খরুচে বোলিং। আগের রেকর্ডটিও চট্টগ্রামের এক বোলারেরই। ২০১৯ সালে নাসির হোসেন ঢাকা প্লাটুনের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৬০ রান। সেবার অবশ্য ২টি উইকেটও নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

শতক করেছেন। এরপর উইল জ্যাকস নিয়েছেন ৫টি ক্যাচ। চট্টগ্রামে যেন দিনটি নিজের করে নিতেই নেমেছিলেন এ ইংলিশ অলরাউন্ডার। বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড এটি এখন (উইকেটকিপার বা নন-উইকেটকিপার হিসেবে)। ফিল্ডার হিসেবে ইনিংসে ৪টি করে ক্যাচের রেকর্ড ছিল পাঁচজনের।

৪/২২

এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেট নিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিপিএলে তৃতীয় বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে ইনিংসে ৪ উইকেট নিলেন তিনি। এর আগে এ কীর্তি ছিল অলক কাপালি ও মার্শাল আইয়ুবের। সব মিলিয়ে বিপিএলে লেগ স্পিনার হিসেবে সেরা বোলিং পাকিস্তানের শহীদ আফ্রিদির, তিনবার ৪ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে দুবার ৪ উইকেট নেন ১২ রানে।