ভারতের যে পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয়’ বললেন ওয়াসিম আকরাম

পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামফাইল ছবি: এএফপি

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে রেকর্ড অষ্টম শিরোপাজয়ী ভারতীয় দল কলম্বো থেকে দেশে ফিরেছে। কিন্তু এশিয়া কাপের শিরোপা জয়ের উৎসব করার জন্য খুব বেশি সময় রোহিত শর্মা–বিরাট কোহলিদের হাতে নেই। আগামী শুক্রবারই যে আবার মাঠে নেমে পড়তে হবে তাঁদের। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি যে এদিনই খেলবে ভারত।

বিশ্বকাপের আগে এই সিরিজের পর আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এশিয়া কাপ, অস্ট্রেলিয়া সিরিজ, এরপর দুটি প্রস্তুতি ম্যাচ—বিশ্বকাপের আগে ভারতের এমন ঠাসা সূচি রাখা উচিত হয়নি বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

আরও পড়ুন

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে এশিয়া কাপ দিয়েই দলে ফিরেছেন লোকেশ রাহুল। ছন্দে থাকা এই উইকেটকিপার–ব্যাটসম্যান টুর্নামেন্টের শেষ দিকে এসে নাকি আবার পিঠে অস্বস্তি বোধ করতে শুরু করেছেন। এ ছাড়া সুপার ফোরে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়ে ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

এই অবস্থায় বিশ্বকাপের ঠিক আগে পাঁচটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে ভারত। এরপর কতটা সতেজতা নিয়ে ভারতের খেলোয়াড়েরা বিশ্বকাপে যেতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম। কিংবদন্তি এ ফাস্ট বোলারের কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ‘অপ্রয়োজনীয়’ পদক্ষেপ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহর কাছ থেকে ট্রফি বুঝে নিচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
ছবি: এএফপি

এশিয়া কাপের ফাইনাল শেষে আকরাম স্টার স্পোর্টসকে বলেন, ‘ভারতে আলাদা আলাদা ভেন্যু এবং ভ্রমণের বিষয় আছে...প্রতি ম্যাচের মধ্যে ভ্রমণের জন্য এক দিন লাগে। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি সঞ্চয় করে রাখতে হবে। আমি বুঝতে পারছি না, কেন তারা তিনটি ওয়ানডে খেলছে।’

আরও পড়ুন

আকরাম এরপর যোগ করেন, ‘হয়তো এই সূচি অনেক আগেই ঠিক করা ছিল। কিন্তু এটা কিছুটা অপ্রয়োজনীয়। আপনি যখন ঘরের মাঠে ফেবারিট থাকবেন, বড় টুর্নামেন্টের আগে ক্লান্ত হতে চাইবেন না। স্কোয়াডে বাড়তি খেলোয়াড় থাকলে অস্ট্রেলয়ার বিপক্ষে ম্যাচ তিনটি খেলতে পারেন আপনি।’

ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে ২৭ সেপ্টেম্বর, রাজকোটে। এরপর ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ। ৩ অক্টোবর থিরুভানান্থাপুরামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে।