নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি–টোয়েন্টি দলে তিন উইকেটকিপার, নেই শাদাব
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন।
এই সিরিজে প্রথমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। চোটের কারণে দলে নেই লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। নেই মোহাম্মদ হারিসও।
দলে ডাক পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান হাসিবউল্লাহ খান। ফিরেছেন আজম খান। দলে আছেন যথারীতি মোহাম্মদ রিজওয়ানও। অর্থাৎ ১৭ সদস্যের দলে তিনজন উইকেটকিপার নিয়েছে পাকিস্তান।
তিনজন উইকেটকিপার নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক ওয়াহাব বলেছেন, ‘ তিনজন উইকেটকিপার ব্যাটারই ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রমাণিত পারফরমার। গত কয়েক বছরে আমরা ব্যাকআপ তৈরি করতে পারিনি। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা ব্যাক-আপ তৈরি করতে চাই এবং নতুন কিছু ছেলেকে নিয়ে চেষ্টা করতে চাই।’
শাদাবের চোট নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে শাদাব খান পাকিস্তানের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। সে সাদা বল–বিশেষজ্ঞ। দুর্ভাগ্যজনকভাবে সে এই মৌসুমে চোটে পড়েছে, তাঁর অ্যাঙ্কেল মচকে গেছে, পুনর্বাসনের জন্য দুই সপ্তাহ সময় লাগবে। এর পর থেকে সে বল করতে পারবে।’
গত এশিয়া কাপের পর থেকেই পাকিস্তান দলে নেই হারিস। ভবিষ্যৎ পরিকল্পনায় থাকলেও পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন, ‘হারিসকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা হারিসের সামর্থ্য দেখেছি। যেহেতু সে আমাদের সামনের পরিকল্পনায় আছে, আমরা আমাদের পুলের অন্য খেলোয়াড়দের ব্যবহার করতে চাইছি।’
১২ জানুয়ারি অকল্যান্ডে হবে সিরিজের প্রথম ম্যাচ।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউফ, আমের জামাল, আব্বাস আফ্রিদি, আজম খান, হাসিবউল্লাহ খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, উসামা মির ও জামান খান